আফগানদের উচ্চতা, শক্তি নিয়েই চিন্তা
‘সবাই নিজের শতভাগ দিলে যে কোনো দলকেই হারানো সম্ভব’— ফোনে বগুড়া থেকে বলছিলেন নাবীব নেওয়াজ জীবন। ভারত থেকে পায়ে অস্ত্রোপচারের পর এখন নিজ শহরেই আছেন জাতীয় দলের ফরোয়ার্ড। যেতে পারেননি কাতারে বিশ্বকাপ বাছাইপর্ব খেলতে। নিজের ভাঙা পা নিয়ে জীবনের যেমন আছে হতাশা, আবার দলকে নিয়েও আছে আশা।