Ajker Patrika

কাতার বিশ্বকাপ এক দিন এগিয়ে এনেছে ফিফা

আপডেট : ০৯ নভেম্বর ২০২২, ১৫: ১৯
কাতার বিশ্বকাপ এক দিন এগিয়ে এনেছে ফিফা

দুই দিন আগেই আভাস মিলেছিল বদলে যেতে পারে কাতার বিশ্বকাপের সূচি। স্বাগতিক কাতার ২১ নভেম্বরের পরিবর্তে ২০ নভেম্বর থেকে বিশ্বকাপ আয়োজনের জন্য ফিফার কাছে আবেদন করেছিল। ফিফাও তাদের প্রস্তাবে সাড়া দিয়েছে।

কাতারের আবেদনের পরিপ্রেক্ষিতে ফিফা আনুষ্ঠানিকভাবে কাতার বিশ্বকাপ এক দিন এগিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ, ২১ নভেম্বর নয়, ২০ নভেম্বর থেকে শুরু হবে কাতার বিশ্বকাপ। আগের সূচিতে ২১ নভেম্বর বিশ্বকাপ শুরুর দিন আয়োজক দেশ কাতার ও ইকুয়েডরের ম্যাচ রাখা হলেও সেদিন প্রথম ম্যাচে সেনেগালের মুখোমুখি হতো নেদারল্যান্ডস এবং দিনের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামত ইরান।

আয়োজক দেশ হয়েও বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে না পারায় কিছুটা হতাশ হয়ে বিশ্বকাপের সূচি বদলানোর জন্য ফিফার কাছে আবেদন করেছিল কাতার। এরপর ফিফা জানিয়েছে, ২০ নভেম্বর কাতার-ইকুয়েডর ম্যাচ দিয়ে শুরু হবে বিশ্বকাপ। এদিন আর কোনো ম্যাচ রাখা হয়নি। পরের ম্যাচগুলো হবে আগের সূচি মেনেই।

২০০৬ জার্মানি বিশ্বকাপ থেকে বিশ্বকাপের প্রথম ম্যাচটি খেলে আসছে স্বাগতিক দেশ। বিশ্বকাপ এক দিন এগিয়ে আনায় এবারও এর ব্যত্যয় হলো না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইউটিউবে ১০০০ ভিউতে আয় কত

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

মেয়াদোত্তীর্ণ ঠিকাদারের নিয়ন্ত্রণে সার্ভার, ঝুলে আছে ৭ লাখ ড্রাইভিং লাইসেন্স

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত