ভাসমান অপরাধী নিয়ে চিন্তায় পুলিশ
গত ২৯ জুলাই ভোরে রাজধানীর নিকুঞ্জে লা মেরিডিয়ান হোটেলের উল্টো দিকের ফুটপাতে রক্তাক্ত মরদেহ মেলে আলমগীর (৪০) নামের এক ব্যক্তির। দিনে বনরূপা আবাসিক এলাকার চা দোকানদার, রাতে সড়কের সৌন্দর্য-বর্ধনের জিনিসপত্রের গুদাম পাহারাদার ছিলেন তিনি। তাঁর মৃত্যুতে ধন্দে পড়ে যায় পুলিশ। শত্রুতা নেই, দেনা-পাওনা নেই, তব