ঈদ ছাড়া হিট নেই
প্রযোজক সমিতির তথ্যমতে, এ বছর ৫০টি দেশীয় ও ৬টি ভারতীয় সিনেমা মুক্তি পেয়েছে দেশের হলে। অর্ধশত দেশীয় সিনেমার মধ্যে ব্যবসাসফল হয়েছে মাত্র দুটি সিনেমা—‘প্রিয়তমা’ ও ‘সুড়ঙ্গ’। আলোচিত হয়েছে ‘মুজিব: একটি জাতির রূপকার’, ‘প্রহেলিকা’, ‘লিডার’, ‘ওরা ৭ জন’, ‘কিল হিম’, ‘মায়ার জঞ্জাল’, ‘মা’, ‘১৯৭১: সেই সব দিন’, ‘এ