Ajker Patrika

যাঁদের হারিয়েছি

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৩, ১১: ২০
যাঁদের হারিয়েছি

মাসুম বাবুল: দেড় বছর ক্যানসারের সঙ্গে লড়াই করে ৬ মার্চ মারা যান নৃত্যপরিচালক মাসুম বাবুল।

এম খালেকুজ্জামান: ২১ মার্চ নিজ বাসায় মারা যান অভিনেতা এম খালেকুজ্জামান।

ফারুক: ১৫ মে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে মারা যান নায়ক ফারুক।

মোহন খান: মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে ৩০ মে মারা যান নির্মাতা, নাট্যকার ও কথাসাহিত্যিক মোহন খান।

পিয়ারী বেগম: বাংলাদেশের প্রথম সবাক চলচ্চিত্র ‘মুখ ও মুখোশ’-এর অভিনেত্রী পিয়ারী বেগম নিজ বাসায় মারা যান ৩০ মে।

মিতা চৌধুরী: ক্যানসারে আক্রান্ত হয়ে ২৯ জুন লন্ডনে মারা যান নাট্যশিল্পী মিতা চৌধুরী। 

বুলবুল মহলানবীশ: স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক বুলবুল মহলানবীশ মারা যান ১৪ জুলাই।

আফজাল চৌধুরী: ৩১ আগস্ট মারা যান ‘জীবন থেকে নেয়া’ সিনেমার চিত্রগ্রাহক আফজাল চৌধুরী। 

রাজীব আশরাফ: গীতিকবি রাজীব আশরাফ ৩৮ বছর বয়সে মারা গেছেন ১ সেপ্টেম্বর। 

সোহানুর রহমান সোহান: ১৩ সেপ্টেম্বর নিজ বাসায় ঘুমের মধ্যে মারা যান চলচ্চিত্র পরিচালক সোহানুর রহমান সোহান।

সালাহউদ্দিন জাকী: নির্মাতা সৈয়দ সালাহউদ্দিন জাকী ১৯ সেপ্টেম্বর মারা যান।

জিনাত বরকতউল্লাহ: নৃত্যশিল্পী জিনাত বরকতউল্লাহ ২০ সেপ্টেম্বর নিজ বাসায় মারা যান। 

শফি বিক্রমপুরী: ১৮ অক্টোবর ব্যাংককে মারা যান চলচ্চিত্রকার শফি বিক্রমপুরী। 

সুজিত রায়: স্বাধীন বাংলা বেতারের শব্দসৈনিক সংগীতশিল্পী সুজিত রায় মারা যান ২৩ অক্টোবর।

তারেক মাহমুদ: ২৬ অক্টোবর হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যান নির্মাতা-অভিনেতা তারেক মাহমুদ। 

হোমায়রা হিমু: ২ নভেম্বর মারা যান অভিনেত্রী হোমায়রা হিমু। তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।

নাদিরা বেগম: ৬ নভেম্বর মারা যান ভাওয়াইয়া গানের কণ্ঠশিল্পী নাদিরা বেগম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রুয়া নির্বাচন: বিএনপিপন্থীদের বর্জন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জামায়াতপন্থী ২৭ জন নির্বাচিত

‘পাপ কাহিনী’র হাত ধরে দেশের ওটিটিতে ফিরল অশ্লীলতা

সৌদি আরবের কেনা ক্ষেপণাস্ত্র ইসরায়েলকে দেওয়ার অনুরোধ যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করে কিসের ইঙ্গিত দিল রিয়াদ

আওয়ামী লীগ নেতাকে ধরতে গিয়ে ছেলের বঁটির আঘাতে এসআই আহত, আটক ২

সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় সমন্বয়ক পরিচয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৫

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত