বিনোদন প্রতিবেদক, ঢাকা
গত বছর ‘হাওয়া’ ও ‘পরাণ’ ছিল ব্যবসাসফল সিনেমার তালিকায়। এবারও বছরশেষের হিসাব টানতে গেলে মাত্র দুটি নাম উঠে আসছে—‘প্রিয়তমা’ ও ‘সুড়ঙ্গ’। ঢাকাই সিনেমা ইন্ডাস্ট্রি এখন হয়ে গেছে উৎসবনির্ভর। দুই ঈদ ছাড়া সিনেমাগুলো তেমন দর্শক টানতে পারছে না হলে। প্রযোজক-পরিচালকেরাও বছরের অন্য সময়ের তুলনায় দুই ঈদে সিনেমা মুক্তি দিতে বেশি উৎসাহী। ফলে দুই বছর ধরে দেখা যাচ্ছে, একেক ঈদে পাঁচ-ছয়টি সিনেমা থাকছে মুক্তির তালিকায়। মানসম্পন্ন বাংলা সিনেমার সংকটে বছরের অন্য সময়ে হলগুলো ধুঁকেছে।
এ শূন্যস্থান কিছুটা হলেও পূরণ করেছে ভারতীয় সিনেমা। অনেক বছর বন্ধ থাকার পর এ বছর দেশের হলে ভারতীয় সিনেমার মুক্তি শুরু হয়েছে। শাহরুখ খান অভিনীত ‘পাঠান’ দিয়ে এই যাত্রা শুরু হয়। এরপর একে একে এসেছে ‘কিসি কা ভাই কিসি কি জান’, ‘জওয়ান’, ‘অ্যানিমেল’, ‘মানুষ’ ও ‘ডানকি’। এখন হলমালিকদের প্রধান ভরসা হয়ে উঠেছে এসব সিনেমা। প্রথম বছরে সিনেপ্লেক্সগুলো ছাড়া ভারতীয় সিনেমা দিয়ে সিঙ্গেল স্ক্রিন তেমন সুবিধা করে উঠতে পারেনি বটে। তবে ক্ষেত্র তৈরি হয়েছে। আগামী বছর দেশের হলে মুক্তি পাওয়া ভারতীয় সিনেমা নিয়ে দর্শকদের আগ্রহ আরও বাড়বে বলে মনে করা হচ্ছে। তবে এর সঙ্গে পাল্লা দিয়ে দেশীয় সিনেমা এগিয়ে আসতে না পারলে ক্ষতিগ্রস্ত হবে ঢালিউড, এ আশঙ্কাও রয়েছে।
এ বছর দেশের হলে যেমন শাহরুখ, সালমান, রণবীর, জিৎরা এসেছেন; তেমনি বাংলাদেশের একাধিক তারকা ভারতে গিয়ে কাজ শুরু করেছেন। জয়া আহসান ও বাঁধনের বলিউডযাত্রা ছিল বছরের অন্যতম আলোচিত ঘটনা। এ ছাড়া তাসনিয়া ফারিণ অভিনয় করেছেন টালিউডের ‘আরও এক পৃথিবী’ সিনেমায়, জিয়াউল ফারুক অপূর্ব করেছেন ‘চালচিত্র’, ‘পদাতিক’ দিয়ে টালিউডে কাজ শুরু করেছেন চঞ্চল চৌধুরী, শাকিব খান ভারতে গিয়ে করেছেন যৌথ প্রযোজনার ‘দরদ’, ‘যত কাণ্ড কলকাতাতেই’ সিনেমায় অভিনয় করেছেন কাজী নওশাবা আহমেদ। এ ছাড়া জাতির জনকের বায়োপিক ‘মুজিব: একটি জাতির রূপকার’ বাংলা ও হিন্দি ভাষায় চলেছে সারা ভারতে।
বাংলা সিনেমা নিয়ে খুব বেশি সুসংবাদ এ বছর ছিল না। তবে ২০২৩ সালে বিদেশের হলে বাংলা সিনেমার মুক্তি বেড়েছে, এটা অনেকটা স্বস্তির। মুজিব: একটি জাতির রূপকার, ব্ল্যাকওয়ার, প্রিয়তমা, প্রহেলিকা, সুড়ঙ্গ, ১৯৭১: সেই সব দিন সিনেমাগুলো মুক্তি পেয়েছে আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন মহাদেশে। এতে একদিকে যেমন দেশীয় সিনেমার বাজার বেড়েছে, একই সঙ্গে প্রবাসীদের কাছেও দেশের সিনেমা পৌঁছে দেওয়া সহজ হয়েছে। তবে অনেকে এটাও মনে করছেন, ধর্মঘটের কারণে ২০২৩ সালে হলিউডের সিনেমা তেমন মুক্তি না পাওয়ায় বিদেশের হলে বাংলা সিনেমা জায়গা পেয়েছে। আগামী বছর হলিউডের রমরমা বাজারে বাংলা সিনেমা কতটা জায়গা পাবে, সে প্রশ্ন থেকেই যাচ্ছে।
গত বছর ‘হাওয়া’ ও ‘পরাণ’ ছিল ব্যবসাসফল সিনেমার তালিকায়। এবারও বছরশেষের হিসাব টানতে গেলে মাত্র দুটি নাম উঠে আসছে—‘প্রিয়তমা’ ও ‘সুড়ঙ্গ’। ঢাকাই সিনেমা ইন্ডাস্ট্রি এখন হয়ে গেছে উৎসবনির্ভর। দুই ঈদ ছাড়া সিনেমাগুলো তেমন দর্শক টানতে পারছে না হলে। প্রযোজক-পরিচালকেরাও বছরের অন্য সময়ের তুলনায় দুই ঈদে সিনেমা মুক্তি দিতে বেশি উৎসাহী। ফলে দুই বছর ধরে দেখা যাচ্ছে, একেক ঈদে পাঁচ-ছয়টি সিনেমা থাকছে মুক্তির তালিকায়। মানসম্পন্ন বাংলা সিনেমার সংকটে বছরের অন্য সময়ে হলগুলো ধুঁকেছে।
এ শূন্যস্থান কিছুটা হলেও পূরণ করেছে ভারতীয় সিনেমা। অনেক বছর বন্ধ থাকার পর এ বছর দেশের হলে ভারতীয় সিনেমার মুক্তি শুরু হয়েছে। শাহরুখ খান অভিনীত ‘পাঠান’ দিয়ে এই যাত্রা শুরু হয়। এরপর একে একে এসেছে ‘কিসি কা ভাই কিসি কি জান’, ‘জওয়ান’, ‘অ্যানিমেল’, ‘মানুষ’ ও ‘ডানকি’। এখন হলমালিকদের প্রধান ভরসা হয়ে উঠেছে এসব সিনেমা। প্রথম বছরে সিনেপ্লেক্সগুলো ছাড়া ভারতীয় সিনেমা দিয়ে সিঙ্গেল স্ক্রিন তেমন সুবিধা করে উঠতে পারেনি বটে। তবে ক্ষেত্র তৈরি হয়েছে। আগামী বছর দেশের হলে মুক্তি পাওয়া ভারতীয় সিনেমা নিয়ে দর্শকদের আগ্রহ আরও বাড়বে বলে মনে করা হচ্ছে। তবে এর সঙ্গে পাল্লা দিয়ে দেশীয় সিনেমা এগিয়ে আসতে না পারলে ক্ষতিগ্রস্ত হবে ঢালিউড, এ আশঙ্কাও রয়েছে।
এ বছর দেশের হলে যেমন শাহরুখ, সালমান, রণবীর, জিৎরা এসেছেন; তেমনি বাংলাদেশের একাধিক তারকা ভারতে গিয়ে কাজ শুরু করেছেন। জয়া আহসান ও বাঁধনের বলিউডযাত্রা ছিল বছরের অন্যতম আলোচিত ঘটনা। এ ছাড়া তাসনিয়া ফারিণ অভিনয় করেছেন টালিউডের ‘আরও এক পৃথিবী’ সিনেমায়, জিয়াউল ফারুক অপূর্ব করেছেন ‘চালচিত্র’, ‘পদাতিক’ দিয়ে টালিউডে কাজ শুরু করেছেন চঞ্চল চৌধুরী, শাকিব খান ভারতে গিয়ে করেছেন যৌথ প্রযোজনার ‘দরদ’, ‘যত কাণ্ড কলকাতাতেই’ সিনেমায় অভিনয় করেছেন কাজী নওশাবা আহমেদ। এ ছাড়া জাতির জনকের বায়োপিক ‘মুজিব: একটি জাতির রূপকার’ বাংলা ও হিন্দি ভাষায় চলেছে সারা ভারতে।
বাংলা সিনেমা নিয়ে খুব বেশি সুসংবাদ এ বছর ছিল না। তবে ২০২৩ সালে বিদেশের হলে বাংলা সিনেমার মুক্তি বেড়েছে, এটা অনেকটা স্বস্তির। মুজিব: একটি জাতির রূপকার, ব্ল্যাকওয়ার, প্রিয়তমা, প্রহেলিকা, সুড়ঙ্গ, ১৯৭১: সেই সব দিন সিনেমাগুলো মুক্তি পেয়েছে আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন মহাদেশে। এতে একদিকে যেমন দেশীয় সিনেমার বাজার বেড়েছে, একই সঙ্গে প্রবাসীদের কাছেও দেশের সিনেমা পৌঁছে দেওয়া সহজ হয়েছে। তবে অনেকে এটাও মনে করছেন, ধর্মঘটের কারণে ২০২৩ সালে হলিউডের সিনেমা তেমন মুক্তি না পাওয়ায় বিদেশের হলে বাংলা সিনেমা জায়গা পেয়েছে। আগামী বছর হলিউডের রমরমা বাজারে বাংলা সিনেমা কতটা জায়গা পাবে, সে প্রশ্ন থেকেই যাচ্ছে।
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪