লুই কানের সঙ্গে দ্বিতীয় দেখা ও কিছু কথা
লুই কানের সঙ্গে দেখা হলো অনেক দিন পর। প্রায় ৬০ বছর হবে। সেটা পাকিস্তানের সামরিক শাসক আইয়ুব খানের সময়। হঠাৎ করে ফার্মগেট এলাকা, যেখানে ছিল রাজাবাজার-ইন্দিরা রোডের দিকে ছোট ছোট পথ। সেখানে তোড়জোড় শুরু হয়ে গেল। বড় বড় রাস্তার পরিকল্পনা করা হলো। আমরা জানলাম, এখানেই হবে পাকিস্তানের দ্বিতীয় রাজধানী।