Ajker Patrika

হলিক্রস স্কুলের অ্যাসেম্বলিতে দাঁড়িয়ে শিক্ষার্থীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৭ মার্চ ২০২২, ১৪: ৪৯
হলিক্রস স্কুলের অ্যাসেম্বলিতে দাঁড়িয়ে শিক্ষার্থীর মৃত্যু

রাজধানীর ফার্মগেটের হলিক্রস স্কুলের অ্যাসেম্বলিতে দাঁড়িয়ে থাকা অবস্থায় মৃত্যু হয়েছে শ্যাপেন সুশানা মল্লিক নামের এক শিক্ষার্থীর। আজ রোববার সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। 

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সুশানা মল্লিক ওই স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল। স্কুলের পাশের গলিতেই তাদের বাসা। 

এদিকে ওই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় বিক্ষোভ করতে থাকেন অভিভাবকেরা। তাঁরা বলছেন, পড়াশোনা নিয়ে শিক্ষকদের অতিরিক্ত মানসিক চাপ ও রোদে দাঁড়িয়ে থাকায় সুশানার মৃত্যু হয়েছে। এর জন্য স্কুল কর্তৃপক্ষ দায়ী। এ সময় তাঁরা স্কুলের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। 

পুলিশ কর্মকর্তা অপূর্ব হাসান বলেন, ‘রোববার সকাল সাড়ে ৭টার দিকে স্কুলের অ্যাসেম্বলিতে দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাৎ ওই শিক্ষার্থী মাটিতে পড়ে যায়। এর পরই তার মৃত্যু হয়। ধারণা করা হচ্ছে, হিট স্ট্রোকে তার মৃত্যু হয়েছে। তবে এ বিষয়ে চিকিৎসকেরা ভালো বলতে পারবেন।' 

ওসি অপূর্ব বলেন, এ ঘটনার পর ক্ষুব্ধ অভিভাবকেরা একত্রিত হয়ে বিক্ষোভ করতে থাকেন। তাঁদের অনেকভাবে শান্ত করার চেষ্টা চলছে। যেকোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত