ক্যামেরার লেন্সে বৈমানিকের চোখ, শিকদার আহমেদের আলোকচিত্র প্রদর্শনী
সদরঘাটের নৌকা, ইতালির ভেনিস, বগুড়ার লাল আলু, রাতের আইফেল টাওয়ার, কক্সবাজার সমুদ্র সৈকত, রাজশাহীর বরেন্দ্র অঞ্চলের খরা, প্যারিসের এয়ার শো, কেনিয়ার বাঘ থেকে শুরু করে বাংলাদেশের ধানের চাতাল, কুমোর বাড়ির হাঁড়ির ছবিসহ ৬০টি ছবি নিয়ে চলছে প্রদর্শনী। ‘যেখানে পূর্ব মিলিত হয়েছে পশ্চিমে’ শিরোনাম ছবির প্রদর্শনী