Ajker Patrika

আলোকচিত্রে সুখ-দুঃখের কথা ফুটিয়ে তোলা যায়: মেয়র

খুলনা প্রতিনিধি
আপডেট : ১৯ জানুয়ারি ২০২৩, ২১: ৫৭
আলোকচিত্রে সুখ-দুঃখের কথা ফুটিয়ে তোলা যায়: মেয়র

খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, ‘আলোকচিত্র জীবনের কথা বলে। এর মাধ্যমে সমাজের সুখ-দুঃখের কথা ফুটিয়ে তোলা যায়। ফটোগ্রাফির ক্ষেত্রে আমাদের অনেক সফলতা ও সম্ভাবনা রয়েছে। অনেকেই এখন মোবাইল ফোন দিয়ে ছবি তোলেন।’

আজ বৃহস্পতিবার নগরীর শিল্পকলা একাডেমিতে দশম খুলনা ফটোগ্রাফিক সোসাইটির (কেপিএস) জাতীয় আলোকচিত্র প্রতিযোগিতা ও প্রদর্শনী উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মেয়র বলেন, ‘শুধু ছবি তুললেই হবে না, তা দর্শকের কাছে গ্রহণযোগ্য হতে হবে। আলোকচিত্র একটি গুরুত্বপূর্ণ শিল্প। অনেক ছবি থেকে আবহমান বাংলার প্রতিচ্ছবি খুঁজে পাওয়া যায়।’

খুলনা ফটোগ্রাফিক সোসাইটির সভাপতি অধ্যাপক ডা. আমিরুল খসরুর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ফাইন আর্টস স্কুলের ডিন ড. নিহার রঞ্জন সিংহ ও ফটোগ্রাফিক সোসাইটির প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু। স্বাগত বক্তব্য দেন সহসভাপতি অধ্যাপক ডা. আফরোজা খানম। অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শেখ ইকবাল মোর্শেদ মনি।

তিন দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনীতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত ফটোগ্রাফাররা অংশ নেন। সকাল সাড়ে ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে। ২১ জানুয়ারি বিকেল ৪টায় প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠিত হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোটের ভোটেও দলীয় প্রতীক: বিএনপির আপত্তি যে কারণে, এনসিপির উদ্বেগ

ইসকন নিষিদ্ধের দাবিতে মিছিলে রাইফেল দেখিয়ে আতঙ্ক সৃষ্টি, গ্রেপ্তার ১

বড়াইগ্রামের একটি গুদামে ১৩ টন গুলির খোসা নিয়ে চাঞ্চল্য

চীনা কর্মকাণ্ডের ঝুঁকি ‘সুস্পষ্টভাবে’ বাংলাদেশ সরকার ও সামরিক বাহিনীর কাছে তুলে ধরব: ব্রেন্ট ক্রিস্টেনসেন

বিশ্বকাপ থেকে বাদ পড়ে এখন আইসিসিকে দুষছে পাকিস্তান

এলাকার খবর
Loading...