ছাত্রদের হাত ধরেই সরকারের মরণকাল ঘনিয়ে আসবে: আ স ম রব
ছাত্রদের গায়ে যদি হাত দেওয়া হয়, আমাদের সন্তানদের যদি আক্রমণ করা হয়, তাদেরকে যদি মামলা দিয়ে জেলে পাঠানো হয় তাহলে তাদের বাবা-মা কিন্তু ঘরে বসে থাকবে না। সবাই এই স্বৈরশাসনের বিরুদ্ধে মাঠে নেমে আসবে। তখন ছাত্রদের হাত ধরে এই সরকারের মরণকাল ঘটিয়ে আসবে।