বিনা মূল্যের পাঠ্যবই: দর দেখে বই নিয়ে শঙ্কা
পাঠ্যপুস্তক ছাপানোর কাজ বাগাতে এবার সরকারি দরের চেয়ে ৩০ শতাংশ কম দর দিয়েছেন মুদ্রণকারীরা। ফলে আবারও নিম্নমানের বই ছাপানোর সংশয় তৈরি হয়েছে। কারণ, গত বছর ২৪ শতাংশ কম দরে ছাপানোর কাজ নেওয়ার পর নিম্নমানের বই সরবরাহের শঙ্কা সত্যি হয়েছিল। নিম্নমানের বই ছাপানোর দায়ে তিন মুদ্রণকারী প্রতিষ্ঠানকে কালো তালিকাভ