দম ফেলার ফুরসত নেই প্রতিমাশিল্পীদের
কেউ মাটির কাজ, কেউ আবার বন-খড় ও দড়ি দিয়ে কাঠামো তৈরি করছেন। অনেকে আবার রংতুলির আঁচড়ে সাজিয়ে তুলছেন প্রতিমা। দুর্গাপূজা সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ায় ব্যস্ত সময় পার করছেন প্রতিমাশিল্পীরা। বৈরী আবহাওয়ার কারণে কাজ কিছুটা ব্যাহত হলেও নির্দিষ্ট সময়ের আগেই প্রতিমা হস্তান্তর করতে পারবেন বলে জানান কারিগরেরা।