Ajker Patrika

আটোয়ারীতে ১০ প্রতিমা ভাঙচুর

পঞ্চগড় প্রতিনিধি
আপডেট : ২০ নভেম্বর ২০২১, ১৭: ৫৫
আটোয়ারীতে ১০ প্রতিমা ভাঙচুর

পঞ্চগড়ের আটোয়ারীতে তিনটি কালি মন্দিরের ১০টি প্রতিমা ভাঙচুর করা হয়েছে। গত বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের বহুবাধ এলাকার কালি মন্দির, ঠাকুরপাড়া কালীমন্দির ও দোমুর্কী কালি মন্দিরে এই ভাঙচুরের ঘটনা ঘটে।

ওই ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে গতকাল শুক্রবার সকালে আলোয়াখোয়া এলাকা থেকে ওই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য ও চলমান নির্বাচনের সদস্য প্রার্থী শক্তি চন্দ্র পাল ও তাঁর সমর্থক সনাতন পালকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাকিবুল ইসলাম বলেন, ‘ঘটনার পর আমরা ঘটনাস্থলে যাই। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম বলেন, ‘ঘটনা শুনেই আমরা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চলমান ইউপি নির্বাচনকে কেন্দ্র করেই অনাকাঙ্ক্ষিত এই ঘটনা ঘটানো হয়েছে। তবে তদন্তে আরও ঘটনা বেরিয়ে আসতে পারে। এ ঘটনায় কাউকেই ছাড় দেওয়া হবে না এবং আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং ভীতিহীন করার জন্য আমরা আন্তরিকভাবেই চেষ্টা করে যাচ্ছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত