Ajker Patrika

শেষ মুহূর্তের ব্যস্ততা শিল্পীদের

বালাগঞ্জ (সিলেট) প্রতিনিধি
Thumbnail image

সিলেটের বালাগঞ্জ উপজেলায় প্রতিমা তৈরি ও রঙের কাজ শেষ হয়েছে। শেষ মুহূর্তে ব্যস্ত সময় যাচ্ছে আয়োজকদের। ১ অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে দুর্গোৎসবের মূল আনুষ্ঠানিকতা। বালাগঞ্জ উপজেলায় এবার ৩০টি মণ্ডপে দুর্গোৎসব হবে। উপজেলার নবীনগরে নিরঞ্জন উকিলের বাসায় সবচেয়ে ব্যয়বহুল প্রতিমা তৈরি করা হয়েছে। হাজার হাজার ভক্ত দুর্গা দেবী দেখতে এখানে সমবেত হন।

প্রতিমাশিল্পী বিকাশ পাল বলেন, ‘পূর্বপুরুষদের আমল থেকে দুর্গাপূজার প্রতিমা তৈরি করছি। এবার পাঁচটি প্রতিমা তৈরির কাজ পেয়েছি। সব কাজ শেষ। করোনা না থাকায় প্রতিমার কাজ গতবারের চেয়ে বেড়েছে।’

বালাগঞ্জ থানার ওসি রমা প্রসাদ চক্রবর্তী বলেন, ‘দুর্গাপূজা ঘিরে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিটি মণ্ডপে সিসিটিভি বসানোর কাজ চলছে। এ ছাড়া প্রতিটি মণ্ডপে ৬ থেকে ৮ জন আনসার সদস্য, ১০ জন ভলান্টিয়ারের পাশাপাশি পুলিশ সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত