নেত্রকোনায় পূর্বধলা রেললাইনের ৪২টি নাট খোলা
নেত্রকোনার পূর্বধলায় রেললাইনের স্লিপার থেকে প্রায় ৪২টি নাট (ডগপিন) খুলে গেছে। পুলিশ ও প্রশাসন বলছে, দীর্ঘদিন তদারকি না থাকায় ট্রেনের ঝাঁকিতে ডগপিন খুলেছে। তবে পূর্বধলা স্টেশন কর্তৃপক্ষ ও আনসার ভিডিপি বলছে, নাশকতার উদ্দেশ্যে রাতের আঁধারে কেউ ডগপিনগুলো খুলেছে।