নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনার পূর্বধলায় রেললাইনের স্লিপার থেকে প্রায় ৪২টি নাট (ডগপিন) খুলে গেছে। পুলিশ ও প্রশাসন বলছে, দীর্ঘদিন তদারকি না থাকায় ট্রেনের ঝাঁকিতে ডগপিন খুলেছে। তবে পূর্বধলা স্টেশন কর্তৃপক্ষ ও আনসার ভিডিপি বলছে, নাশকতার উদ্দেশ্যে রাতের আঁধারে কেউ ডগপিনগুলো খুলেছে।
পূর্বধলা উপজেলার জারিয়া ইউনিয়নের বালুরঘাট এলাকায় রেলওয়ে সেতুর ওপরে আজ মঙ্গলবার সকাল ৭টার দিকে স্লিপারের প্রায় ৪২টি ডগপিন খোলা দেখেন আনসার সদস্যরা। পরে বিষয়টি উপজেলা প্রশাসন, পুলিশ ও রেলওয়ে কর্তৃপক্ষকে জানানো হয়।
এ সময় ময়মনসিংহ থেকে ছেড়ে আসা জারিয়াগামী লোকাল ট্রেনটি পূর্বধলা স্টেশনে আটকা পড়ে। রেললাইনে নতুন ডগপিন বসিয়ে মেরামত করা হলে প্রায় এক ঘণ্টা পর ট্রেনটি ছেড়ে যায়।
উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা হাজেরা বেগম বলেন, ‘ভোরে আমাদের আনসার সদস্যরা বালুঘাট এলাকায় রেললাইনের স্লিপারের অনেকগুলো ডগপিন খোলা দেখেন। পরে প্রশাসন ও রেলওয়ে কর্তৃপক্ষ গিয়ে রেললাইনে নতুন ডগপিন বসিয়ে মেরামত করে এটি নাশকতার উদ্দেশ্যে কেউ করেছিল। এর আগে লাইনটি এমন ছিল না।’
পূর্বধলা স্টেশন মাস্টারের দায়িত্বে থাকা বুকিং সহকারী আব্দুল মোমেন বলেন, ‘রেললাইনটি আগে সম্পূর্ণ ঠিকঠাক ছিল। গতকাল রাতে কেউ নাশকতার উদ্দেশ্যে হয়তো স্লিপারের ৪২টি ডগপিন তুলে ফেলেছে। সকালে খবর পেয়ে গিয়ে ময়মনসিংহ থেকে আসা জারিয়াগামী লোকাল ট্রেনটি পূর্বধলা স্টেশনে থামিয়ে রেললাইন মেরামত করা হয়েছে।’
তবে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, রেললাইনের স্লিপারের নিচে থাকা পাটাতনের কাঠগুলো জরাজীর্ণ-ভাঙাচোরা। ট্রেনের ঝাঁকিতে এগুলো দিনে দিনে খুলে পড়েছে।
ওসি আরও বলেন, ওখানে রেললাইনের এলাকাজুড়ে ৩০০-৪০০ পিন উপড়ে পড়ে গেছে। এসব ডগপিন নাশকতার উদ্দেশ্যে তুললে একাধারে সব কটি তুলে ফেলত। আর গত রাতে ডগপিন তুলে থাকলে পিনের চিহ্ন দেখলেই বোঝা যেত। এগুলো অনেক আগে থেকেই উপড়ে পড়ে গেছে। আনসার সদস্যরা এত দিন হয়তো বিষয়টি দেখেননি। আজ ভোরে নজরে আসায় তাঁরা বিষয়টি জানিয়েছেন। তবে নাশকতার কোনো কিছু ওখানে নেই।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. খবিরুল আহসান বলেন, ‘ঘটনাস্থলে গিয়ে ৩০-৪০টি ডগপিন খোলা পাওয়া গেছে। নাশকতার উদ্দেশ্যে কেউ এসব খুলেছে বলে মনে হয়নি। পুরোনো রেললাইন। পিনগুলো খুলে গেছে হয়তো। বিষয়টি আতঙ্কিত হওয়ার মতো কিছু নয়।’
নেত্রকোনার পূর্বধলায় রেললাইনের স্লিপার থেকে প্রায় ৪২টি নাট (ডগপিন) খুলে গেছে। পুলিশ ও প্রশাসন বলছে, দীর্ঘদিন তদারকি না থাকায় ট্রেনের ঝাঁকিতে ডগপিন খুলেছে। তবে পূর্বধলা স্টেশন কর্তৃপক্ষ ও আনসার ভিডিপি বলছে, নাশকতার উদ্দেশ্যে রাতের আঁধারে কেউ ডগপিনগুলো খুলেছে।
পূর্বধলা উপজেলার জারিয়া ইউনিয়নের বালুরঘাট এলাকায় রেলওয়ে সেতুর ওপরে আজ মঙ্গলবার সকাল ৭টার দিকে স্লিপারের প্রায় ৪২টি ডগপিন খোলা দেখেন আনসার সদস্যরা। পরে বিষয়টি উপজেলা প্রশাসন, পুলিশ ও রেলওয়ে কর্তৃপক্ষকে জানানো হয়।
এ সময় ময়মনসিংহ থেকে ছেড়ে আসা জারিয়াগামী লোকাল ট্রেনটি পূর্বধলা স্টেশনে আটকা পড়ে। রেললাইনে নতুন ডগপিন বসিয়ে মেরামত করা হলে প্রায় এক ঘণ্টা পর ট্রেনটি ছেড়ে যায়।
উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা হাজেরা বেগম বলেন, ‘ভোরে আমাদের আনসার সদস্যরা বালুঘাট এলাকায় রেললাইনের স্লিপারের অনেকগুলো ডগপিন খোলা দেখেন। পরে প্রশাসন ও রেলওয়ে কর্তৃপক্ষ গিয়ে রেললাইনে নতুন ডগপিন বসিয়ে মেরামত করে এটি নাশকতার উদ্দেশ্যে কেউ করেছিল। এর আগে লাইনটি এমন ছিল না।’
পূর্বধলা স্টেশন মাস্টারের দায়িত্বে থাকা বুকিং সহকারী আব্দুল মোমেন বলেন, ‘রেললাইনটি আগে সম্পূর্ণ ঠিকঠাক ছিল। গতকাল রাতে কেউ নাশকতার উদ্দেশ্যে হয়তো স্লিপারের ৪২টি ডগপিন তুলে ফেলেছে। সকালে খবর পেয়ে গিয়ে ময়মনসিংহ থেকে আসা জারিয়াগামী লোকাল ট্রেনটি পূর্বধলা স্টেশনে থামিয়ে রেললাইন মেরামত করা হয়েছে।’
তবে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, রেললাইনের স্লিপারের নিচে থাকা পাটাতনের কাঠগুলো জরাজীর্ণ-ভাঙাচোরা। ট্রেনের ঝাঁকিতে এগুলো দিনে দিনে খুলে পড়েছে।
ওসি আরও বলেন, ওখানে রেললাইনের এলাকাজুড়ে ৩০০-৪০০ পিন উপড়ে পড়ে গেছে। এসব ডগপিন নাশকতার উদ্দেশ্যে তুললে একাধারে সব কটি তুলে ফেলত। আর গত রাতে ডগপিন তুলে থাকলে পিনের চিহ্ন দেখলেই বোঝা যেত। এগুলো অনেক আগে থেকেই উপড়ে পড়ে গেছে। আনসার সদস্যরা এত দিন হয়তো বিষয়টি দেখেননি। আজ ভোরে নজরে আসায় তাঁরা বিষয়টি জানিয়েছেন। তবে নাশকতার কোনো কিছু ওখানে নেই।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. খবিরুল আহসান বলেন, ‘ঘটনাস্থলে গিয়ে ৩০-৪০টি ডগপিন খোলা পাওয়া গেছে। নাশকতার উদ্দেশ্যে কেউ এসব খুলেছে বলে মনে হয়নি। পুরোনো রেললাইন। পিনগুলো খুলে গেছে হয়তো। বিষয়টি আতঙ্কিত হওয়ার মতো কিছু নয়।’
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইমামবাড়ি বাজারে মিষ্টির বাক্সের অতিরিক্ত ওজন নিয়ে বিরোধের জেরে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অর্ধশতাধিক লোক আহত হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের ইমামবাড়ি...
২৫ মিনিট আগেনদীবেষ্টিত এলাকা পটুয়াখালী পৌরসভায় দীর্ঘদিন ধরে নিরাপদ ও বিশুদ্ধ পানির সংকটে ভুগছেন স্থানীয় বাসিন্দারা। পৌর কর্তৃপক্ষের সঞ্চালন লাইনের পানির ওপর নির্ভরশীল হলেও জলবায়ু পরিবর্তন, ভূগর্ভস্থ পানির অতিরিক্ত ব্যবহার ও অপর্যাপ্ত অবকাঠামোর কারণে দিন দিন তীব্র হচ্ছে পানির সংকট।
৩৩ মিনিট আগেকুমিল্লার দাউদকান্দি উপজেলার গোলাপের চর গ্রামের একমাত্র সেতুটি ৩০ বছর ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকার পর বর্তমানে চরম নাজুক দশায় পৌঁছেছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) তৈরি করা ৩০ ফুট দীর্ঘ সেতুটির পিলার থেকে মাটি সরে যাওয়া এবং দেবে যাওয়ায় স্থানীয় বাসিন্দারা বাঁশের খুঁটি দিয়ে কোনোমতে যান..
৩৬ মিনিট আগেরশুনিয়া ইউনিয়নের তাজপুর গ্রামের বাসিন্দা আনোয়ার খান বলেন, এই সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করে। কিন্তু রাতের বেলায় পুরো রাস্তা অন্ধকারে থাকে। শীতের সময় কুয়াশা পড়লে পরিস্থিতি আরও ভয়াবহ হয়। তাই দ্রুত সড়কবাতি স্থাপন করা প্রয়োজন।
১ ঘণ্টা আগে