নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনার পূর্বধলায় বাড়ির পাশে খেলা করার সময় রাকেল নামে এক শিশুকে মারধর করে প্রতিবেশী ছেলেরা। এ ঘটনার বিচার চাইতে গেলে রাকেলের মা ছালেমা খাতুনকেও পিটিয়ে গুরুতর জখম করে প্রতিপক্ষের লোকজন। পরে গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে মারা যান ছালেমা।
উপজেলার জারিয়া ইউনিয়নের বাড়হা উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। হত্যার শিকার ছালেমা খাতুন (৩২) বাড়হা উত্তরপাড়া গ্রামের মো. আব্দুল বারেকের স্ত্রী।
এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের আজ শুক্রবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মামলার অভিযোগ, পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ৮ জানুয়ারি বিকেলে ছালেমার ছেলে রাকেল মিয়া (১০) প্রতিবেশী বাচ্চাদের সঙ্গে বাড়ির পূর্বপাশে মাঠে গোল্লাচুট খেলাতে যায়। খেলাধুলার একপর্যায়ে একই গ্রামের মানিক মিয়ার ছেলে রমজান মিয়া ওরফে জুনাইদ রাকেলকে মারধর করে।
পরে রাকেল বিষয়টি তার মা ছালেমাকে জানালে ছেলেকে মারধরের বিচার চাইতে প্রতিবেশীর বাড়িতে যান তিনি। ওই সময় প্রতিবেশী হেলাল মিয়ার স্ত্রী খাদিজা খাতুন ঝাড়ু দিয়া ছালেমাকে মারধর করেন।
এ সময় হেলাল মিয়াসহ তাঁর ছেলে শাহিন মিয়া, মোসলেম উদ্দিনের ছেলে আলাল মিয়ার এলোপাতাড়ি কিল-ঘুষিতে জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়েন ছালেমা। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরবর্তীকালে ছালেমাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হলে নিজ বাড়িতে গতকাল রাত ১১টার দিকে বুকের ব্যথা উঠে মারা যান।
এ ঘটনার খবর পেয়ে পূর্বধলা থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং পাঁচজনকে আটক করে। এ বিষয়ে নিহত ছালেমার বাবা সাদত আলী বাদী হয়ে পূর্বধলা থানায় একটি মামলা করেন। এতে খাদিজা খাতুনসহ আটজনের নামউল্লেখসহ আরও চার-পাঁচজনকে অজ্ঞাত আসামি করা হয়।
পূর্বধলা থানার ওসি মুহাম্মদ রাশেদুল ইসলাম জানান, খাদিজা খাতুনসহ আটক পাঁচজনকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। ময়নাতদন্তের জন্য লাশ নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এদিকে ঘটনা তদন্তের পাশাপাশি অন্য আসামিদের ধরতে অভিযান চলছে।
নেত্রকোনার পূর্বধলায় বাড়ির পাশে খেলা করার সময় রাকেল নামে এক শিশুকে মারধর করে প্রতিবেশী ছেলেরা। এ ঘটনার বিচার চাইতে গেলে রাকেলের মা ছালেমা খাতুনকেও পিটিয়ে গুরুতর জখম করে প্রতিপক্ষের লোকজন। পরে গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে মারা যান ছালেমা।
উপজেলার জারিয়া ইউনিয়নের বাড়হা উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। হত্যার শিকার ছালেমা খাতুন (৩২) বাড়হা উত্তরপাড়া গ্রামের মো. আব্দুল বারেকের স্ত্রী।
এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের আজ শুক্রবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মামলার অভিযোগ, পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ৮ জানুয়ারি বিকেলে ছালেমার ছেলে রাকেল মিয়া (১০) প্রতিবেশী বাচ্চাদের সঙ্গে বাড়ির পূর্বপাশে মাঠে গোল্লাচুট খেলাতে যায়। খেলাধুলার একপর্যায়ে একই গ্রামের মানিক মিয়ার ছেলে রমজান মিয়া ওরফে জুনাইদ রাকেলকে মারধর করে।
পরে রাকেল বিষয়টি তার মা ছালেমাকে জানালে ছেলেকে মারধরের বিচার চাইতে প্রতিবেশীর বাড়িতে যান তিনি। ওই সময় প্রতিবেশী হেলাল মিয়ার স্ত্রী খাদিজা খাতুন ঝাড়ু দিয়া ছালেমাকে মারধর করেন।
এ সময় হেলাল মিয়াসহ তাঁর ছেলে শাহিন মিয়া, মোসলেম উদ্দিনের ছেলে আলাল মিয়ার এলোপাতাড়ি কিল-ঘুষিতে জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়েন ছালেমা। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরবর্তীকালে ছালেমাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হলে নিজ বাড়িতে গতকাল রাত ১১টার দিকে বুকের ব্যথা উঠে মারা যান।
এ ঘটনার খবর পেয়ে পূর্বধলা থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং পাঁচজনকে আটক করে। এ বিষয়ে নিহত ছালেমার বাবা সাদত আলী বাদী হয়ে পূর্বধলা থানায় একটি মামলা করেন। এতে খাদিজা খাতুনসহ আটজনের নামউল্লেখসহ আরও চার-পাঁচজনকে অজ্ঞাত আসামি করা হয়।
পূর্বধলা থানার ওসি মুহাম্মদ রাশেদুল ইসলাম জানান, খাদিজা খাতুনসহ আটক পাঁচজনকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। ময়নাতদন্তের জন্য লাশ নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এদিকে ঘটনা তদন্তের পাশাপাশি অন্য আসামিদের ধরতে অভিযান চলছে।
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইমামবাড়ি বাজারে মিষ্টির বাক্সের অতিরিক্ত ওজন নিয়ে বিরোধের জেরে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অর্ধশতাধিক লোক আহত হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের ইমামবাড়ি...
২৫ মিনিট আগেনদীবেষ্টিত এলাকা পটুয়াখালী পৌরসভায় দীর্ঘদিন ধরে নিরাপদ ও বিশুদ্ধ পানির সংকটে ভুগছেন স্থানীয় বাসিন্দারা। পৌর কর্তৃপক্ষের সঞ্চালন লাইনের পানির ওপর নির্ভরশীল হলেও জলবায়ু পরিবর্তন, ভূগর্ভস্থ পানির অতিরিক্ত ব্যবহার ও অপর্যাপ্ত অবকাঠামোর কারণে দিন দিন তীব্র হচ্ছে পানির সংকট।
৩৩ মিনিট আগেকুমিল্লার দাউদকান্দি উপজেলার গোলাপের চর গ্রামের একমাত্র সেতুটি ৩০ বছর ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকার পর বর্তমানে চরম নাজুক দশায় পৌঁছেছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) তৈরি করা ৩০ ফুট দীর্ঘ সেতুটির পিলার থেকে মাটি সরে যাওয়া এবং দেবে যাওয়ায় স্থানীয় বাসিন্দারা বাঁশের খুঁটি দিয়ে কোনোমতে যান..
৩৬ মিনিট আগেরশুনিয়া ইউনিয়নের তাজপুর গ্রামের বাসিন্দা আনোয়ার খান বলেন, এই সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করে। কিন্তু রাতের বেলায় পুরো রাস্তা অন্ধকারে থাকে। শীতের সময় কুয়াশা পড়লে পরিস্থিতি আরও ভয়াবহ হয়। তাই দ্রুত সড়কবাতি স্থাপন করা প্রয়োজন।
১ ঘণ্টা আগে