নবজাতকের লাশ উদ্ধার: মা হাজতে, পরিবার বলছে জিনের কর্ম
বাচ্চার মা যখন আট মাসের গর্ভবতী ছিল তখন জিন যখন আছড় করত তখন বলত, তর বাচ্চা দিয়ে দিতে হবে, তর বাচ্চা আমরা নিয়া নিব।— এ কথা জানার পর বিভিন্ন জায়গায় কবিরাজ-মলনার কাছে বাচ্চার মাকে নিয়ে যাওয়া হলেও জিন হাজির হয়ে একই কথা বলত। আমাদের বাচ্চা মাইরা ফালাইছে নারিকেল গাছ কাইট্টা।