সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের সলঙ্গায় পেঁয়াজ ব্যবসায়ী নুর মোহাম্মদকে হত্যা মামলার আসামি ট্রাকচালক আব্দুস সালাম শেখকে (৫০) গ্রেপ্তার করেছে সিরাজগঞ্জ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। আজ সোমবার দুপুরে তাঁকে সিরাজগঞ্জ জুডিশিয়াল আদালতে পাঠানো হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার ভোরে পাবনার ঈশ্বরদী উপজেলার আওতাপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত সালাম শেখ (৩০) পাবনা জেলার আমিনপুর থানার খাস আমিনপুর গ্রামের মৃত আনছার ওরফে আনোয়ার শেখের ছেলে।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও সিরাজগঞ্জ পিবিআইয়ের উপপরিদর্শক আশিক বলেন, ২০২০ সালের ১৬ নভেম্বর রাতে নাটোর থেকে দুই পেঁয়াজ ব্যবসায়ী একটি ট্রাকে ৩৭ বস্তা পেঁয়াজ নিয়ে বগুড়ার রাজা বাজারে যাচ্ছিলেন। ট্রাকটি নন্দীগ্রাম এলাকায় পৌঁছালে ট্রাকের দুই হেলপার দুই পেঁয়াজ ব্যবসায়ীর ওপর হামলা চালায়। এ সময় রেন্স দিয়ে আঘাতের পর তাঁদের মৃত্যু নিশ্চিত করে বগুড়া-পাবনা মহাসড়কের সিরাজগঞ্জের সলঙ্গা থানার পাটধারী নামক স্থানে দুই ব্যবসায়ীকে ফেলে দেওয়া হয়। পরে পেঁয়াজসহ ট্রাক নিয়ে পালিয়ে যান ট্রাকের চালক ও হেলপার।
পরদিন ১৭ নভেম্বর সকালে সলঙ্গা থানা-পুলিশ মহাসড়কের পাশ থেকে নুর মোহাম্মদ নামে এক পেঁয়াজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেন। অপর ব্যবসায়ী শামসুল হককে আহত অবস্থায় হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়।
এ ঘটনায় মৃত নুর মোহাম্মদের ভগ্নিপতি জাকির হোসেন বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে সলঙ্গা থানায় মামলা দায়ের করেন। পরবর্তীতে সিরাজগঞ্জ পিবিআই এ মামলাটি তদন্তের দায়িত্ব নেয়। তদন্তকালে এছার উদ্দিন নামে এক আসামিকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করে পিবিআই। পরে তিনি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। এরই জেরে গত ১২ মে ভোরে পাবনার ঈশ্বরদী উপজেলার আওতাপাড়া থেকে ডাকাত দলের সদস্য ও ট্রাক চালক আব্দুস সালাম শেখকে গ্রেপ্তার করা হয়।
পিবিআইয়ের পুলিশ সুপার রেজাইল করিম বলেন, গ্রেপ্তারকৃত সালাম শেখ আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেবেন।
সিরাজগঞ্জের সলঙ্গায় পেঁয়াজ ব্যবসায়ী নুর মোহাম্মদকে হত্যা মামলার আসামি ট্রাকচালক আব্দুস সালাম শেখকে (৫০) গ্রেপ্তার করেছে সিরাজগঞ্জ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। আজ সোমবার দুপুরে তাঁকে সিরাজগঞ্জ জুডিশিয়াল আদালতে পাঠানো হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার ভোরে পাবনার ঈশ্বরদী উপজেলার আওতাপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত সালাম শেখ (৩০) পাবনা জেলার আমিনপুর থানার খাস আমিনপুর গ্রামের মৃত আনছার ওরফে আনোয়ার শেখের ছেলে।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও সিরাজগঞ্জ পিবিআইয়ের উপপরিদর্শক আশিক বলেন, ২০২০ সালের ১৬ নভেম্বর রাতে নাটোর থেকে দুই পেঁয়াজ ব্যবসায়ী একটি ট্রাকে ৩৭ বস্তা পেঁয়াজ নিয়ে বগুড়ার রাজা বাজারে যাচ্ছিলেন। ট্রাকটি নন্দীগ্রাম এলাকায় পৌঁছালে ট্রাকের দুই হেলপার দুই পেঁয়াজ ব্যবসায়ীর ওপর হামলা চালায়। এ সময় রেন্স দিয়ে আঘাতের পর তাঁদের মৃত্যু নিশ্চিত করে বগুড়া-পাবনা মহাসড়কের সিরাজগঞ্জের সলঙ্গা থানার পাটধারী নামক স্থানে দুই ব্যবসায়ীকে ফেলে দেওয়া হয়। পরে পেঁয়াজসহ ট্রাক নিয়ে পালিয়ে যান ট্রাকের চালক ও হেলপার।
পরদিন ১৭ নভেম্বর সকালে সলঙ্গা থানা-পুলিশ মহাসড়কের পাশ থেকে নুর মোহাম্মদ নামে এক পেঁয়াজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেন। অপর ব্যবসায়ী শামসুল হককে আহত অবস্থায় হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়।
এ ঘটনায় মৃত নুর মোহাম্মদের ভগ্নিপতি জাকির হোসেন বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে সলঙ্গা থানায় মামলা দায়ের করেন। পরবর্তীতে সিরাজগঞ্জ পিবিআই এ মামলাটি তদন্তের দায়িত্ব নেয়। তদন্তকালে এছার উদ্দিন নামে এক আসামিকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করে পিবিআই। পরে তিনি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। এরই জেরে গত ১২ মে ভোরে পাবনার ঈশ্বরদী উপজেলার আওতাপাড়া থেকে ডাকাত দলের সদস্য ও ট্রাক চালক আব্দুস সালাম শেখকে গ্রেপ্তার করা হয়।
পিবিআইয়ের পুলিশ সুপার রেজাইল করিম বলেন, গ্রেপ্তারকৃত সালাম শেখ আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেবেন।
সারা দেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে ১ হাজার ৬৬৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি ৯৭২ জন ও অন্যান্য ঘটনায় গ্রেপ্তার হয়েছেন ৬৯৩ জন। আজ সোমবার পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।
৩ দিন আগেরাজধানীর মিরপুরে ছিনতাইয়ের ঘটনায় ইমরান খান সাকিব ওরফে শাকিল (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা-পুলিশ। ডিএমপি জানায়, শাকিল পেশাদার ছিনতাইকারী। গতকাল শুক্রবার সকাল ৬টা ১৫ মিনিটের দিকে গাজীপুরের পুবাইল থানার কুদাব পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়...
১৮ এপ্রিল ২০২৫রাজধানীর খিলগাঁওয়ের তালতলায় ‘আপন কফি হাউসে’ তরুণীকে মারধরের ঘটনায় কফি হাউসের ব্যবস্থাপক (ম্যানেজার) আল আমিন ও কর্মচারী শুভ সূত্রধরকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান এ আদেশ দেন।
১৫ এপ্রিল ২০২৫ক্যামেরার লেন্সে ধরা পড়ল অমানবিক দৃশ্য— মেয়েটিকে বেশ কিছুক্ষণ ধমকানো হলো। এরপর ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়। সে যেন মানুষ নয়, পথের ধুলো। এর মধ্যেই এক কর্মচারী হঠাৎ মোটা লাঠি নিয়ে আঘাত করে তাঁর ছোট্ট পায়ে। শিশুটি কাতরাতে কাতরাতে পাশের দুটি গাড়ির ফাঁকে আশ্রয় নেয়। কিন্তু নির্যাতন থামে না, সেই লাঠি আব
১৪ এপ্রিল ২০২৫