Ajker Patrika

প্লট বিক্রির টাকা ভাগ করা নিয়ে ব্যবসায়ী খুন

প্লট বিক্রির টাকা ভাগ করা নিয়ে ব্যবসায়ী খুন

গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার পারাবর্থা পূর্বাচল ২৫ নম্বর সেক্টর এলাকার ভূমি ব্যবসায়ী মজিবর রহমান হত্যা মামলার রহস্য প্রায় দেড় বছর পর উদ্ঘাটন করা হয়েছে বলে দাবি করেছে পিবিআই। এ খুনের সঙ্গে জড়িত আসামিকেও গ্রেপ্তার করা করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তির নাম মো. রাসেল (৩৫)। তাঁকে ঢাকার খিলক্ষেত থানার পাতিরা এলাকা থেকে গ্রেপ্তার করে পিবিআই (পুলিশের তদন্ত ব্যুরো)।

এ বিষয়ে পিবিআইয়ের পুলিশ সুপার মোহাম্মদ মোকছুদের রহমান বলেন, ঘটনাটি প্রায় দেড় বছর আগের ঘটনা। মজিবর রাজউক পূর্বাচল এলাকার প্লট বিক্রির মিডিয়া হিসেবে কাজ করতেন।

ঘটনায় জড়িত আসামিরা ভুক্তভোগীর মতো একই কাজ করতেন। ঢাকার খিলক্ষেত থানার পাতিরা এলাকায় নছু মিয়া নামের একজন ব্যক্তির প্লট বিক্রির মিডিয়া হিসেবে কাজ করেন মজিবর।

আসামি রাসেল ও অন্যরা ওই প্লট বিক্রিতে তাঁকে সহায়তা করেন। কিন্তু মজিবর প্লট বিক্রির পর যে লভ্যাংশ পাবেন, তা অন্য কোনো ব্যক্তিকে দিতে অপারগতা প্রকাশ করেন। এই বিষয়কে কেন্দ্র করে ঘটনার দিন মোবাইল ফোনে মজিবরকে ডেকে আনেন আসামিরা। পরে মাদকসেবনের কথা বলে নির্জন গজারি বনে নিয়ে যান তাঁকে। সেখানে প্লাস দিয়ে তাঁর পায়ের নখ ওঠানো হয়। নখ ওঠানোর সময় মজিবর চিৎকার করলে আসামিরা গলা টিপে হত্যা করেন তাঁকে। মূলত প্লট বিক্রির লাভের টাকা ভাগাভাগি করা নিয়েই এ হত্যাকাণ্ড ঘটে।

মোহাম্মদ মোকছুদের রহমান আরও জানান, ঘটনার সময় মজিবরের প্রতিবেশী সাবেক ইউপি সদস্য নাঈম ব্যাপারী ঘটনাস্থলের পার্শ্ববর্তী লোকজনের মাধ্যমে সংবাদ পান। তিনি ঘটনাটি মজিবরের স্ত্রীকে ফোন করে জানান। পরে কালীগঞ্জ উপজেলার পারাবর্থা পূর্বাচল ২৫ নম্বর সেক্টরের ওয়েস্টার্ন চত্বরের গজারি বনের ভেতর থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। এ বিষয়ে মজিবর রহমানের স্ত্রী রুমি বেগম বাদী হয়ে কালিগঞ্জ থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করেন।

উল্লেখ কালিগঞ্জ থানা-পুলিশ প্রায় ৩ মাস তদন্ত করেও মামলাটির কোনো রহস্য উদ্ঘাটন করতে পারেনি। পরে মামলাটি গাজীপুর জেলা পিবিআইকে তদন্তের নির্দেশ দেওয়া হয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত