ভোট ডাকাতিই সব ডাকাতির মা: ওমর আইয়ুব
ভোটের অনিয়ম থেকেই সব অপরাধের সূত্রপাত হয় বলে দাবি করেছেন ইমরান খানের দল পিটিআইয়ের প্রধানমন্ত্রী প্রার্থী ওমর আইয়ুব। ভোটের অনিয়মকে তাই ‘সব ডাকাতির মা’ হিসেবে চিহ্নিত করেছেন তিনি। দাবি করেছেন, রাওয়ালপিন্ডির কমিশনার পদত্যাগের সময় যে ৭০ হাজার ভোটের লিড উল্লেখ করেছেন, সেগুলো পিটিআইয়ের।