Ajker Patrika

ভোট ডাকাতিই সব ডাকাতির মা: ওমর আইয়ুব

অনলাইন ডেস্ক
আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৯: ১৪
Thumbnail image

ভোটের অনিয়ম থেকেই সব অপরাধের সূত্রপাত হয় বলে দাবি করেছেন ইমরান খানের দল পিটিআইয়ের প্রধানমন্ত্রী প্রার্থী ওমর আইয়ুব। ভোটের অনিয়মকে তাই ‘সব ডাকাতির মা’ হিসেবে চিহ্নিত করেছেন তিনি। দাবি করেছেন, রাওয়ালপিন্ডির কমিশনার পদত্যাগের সময় যে ৭০ হাজার ভোটের লিড উল্লেখ করেছেন, সেগুলো পিটিআইয়ের। 

আজ রোববার দ্য এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়েছে, একটি সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে ভোটের অনিয়মসহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন ওমর আইয়ুব। তিনি নির্বাচনের আসল ফলাফল প্রকাশের জন্য আহ্বান জানিয়েছেন।

ওমর আইয়ুব পাকিস্তানের সাবেক সামরিক শাসক মার্শাল আইয়ুব খানের নাতি। ইমরান খান প্রধানমন্ত্রী থাকা অবস্থায় তিনি পাকিস্তানের অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ কারাবন্দী ইমরান খানের নির্দেশেই পাকিস্তানের নির্বাচন-পরবর্তী সরকার গঠনে ওমর আইয়ুবকে দল থেকে প্রধানমন্ত্রী প্রার্থী করেছে পিটিআই।

সংবাদ সম্মেলনে ওমর আইয়ুবের সঙ্গে পিটিআইয়ের অন্য নেতাদের মধ্যে চেয়ারম্যান গহর আলী খানও উপস্থিত ছিলেন। পাকিস্তানে অনুষ্ঠিত ৮ ফেব্রুয়ারির নির্বাচনে যেসব অনিয়মের অভিযোগ পাওয়া গেছে, সেগুলোর জন্য বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের অনুরোধ জানান গহর। এ সময় তিনি আবারও দাবি করেন, নির্বাচনে ইমরান খানের দল পিটিআই ১৮০ আসনে জয় লাভ করেছে। বিজিত আসনগুলোর মধ্যে ১১৫টি পাঞ্জাবের, ১৬ সিন্ধু, ৪২ খাইবার পাখতুনখাওয়া এবং ৪টি বেলুচিস্তানের। 

গহর বলেন, ‘পাকিস্তানের মানুষ ইমরান খানকেই তাদের নেতা নির্বাচন করেছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত