ধোয়ার পর সুতি কাপড় ছোট হয়ে যায় কেন
প্রচণ্ড গরমে আরাম ও স্বস্তি পেতে সুতি পোশাকের বিকল্প নেই। তবে পছন্দমতো সঠিক সুতি পোশাক কেনার পরও অনেক সময় ভোগান্তিতে পড়তে হয়। কারণ, ধোয়ার পর এই ধরনের কাপড় কিছুটা ছোট হয়ে যায়। ফলে পোশাকটি বেশি আঁটসাঁট হয়ে যেতে পারে। তবে পলিয়েস্টার, লিনেন, নাইলন কাপড়ের ক্ষেত্রে এমন হয় না।