নীলফামারী প্রতিনিধি
উজানের ঢলে নীলফামারীতে আবারও বাড়ছে তিস্তা নদীর পানি। আজ বুধবার সন্ধ্যা ৬টার দিকে তিস্তার ডালিয়া ব্যারাজ পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ৩৭ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। এখনোও পানি বৃদ্ধি অব্যাহত আছে বলে জানায় কর্তৃপক্ষ।
ডালিয়া পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, বুধবার সকাল ৯টায় তিস্তা ব্যারাজ পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ৪৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়েছে। এরপর সন্ধ্যা ৬টায় ১০ সেন্টিমিটার বেড়ে ৩৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। মঙ্গলবার একই সময়ে ওই পয়েন্টে ৫৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। সেখানে নদীর পানির বিপৎসীমা ৫২ দশমিক ১৫ মিটার।
সূত্র আরও জানায়, তিস্তার উজানে ভারতের মেখলিগঞ্জ পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় তিস্তা ব্যারাজ পয়েন্টে পানি বৃদ্ধি অব্যাহত আছে। সেখানে নদীর পানি বিপৎসীমা ৬৫ দশমিক ৯৫ মিটার।
জেলার ডিমলা পূর্বছাতনাই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল লতিফ বলেন, ‘অন্য দিনের তুলনায় বুধবার তিস্তার পানি বেড়েছে। সকাল থেকে পানি বৃদ্ধি অব্যাহত আছে। এতে করে বন্যার শঙ্কায় রয়েছে এলাকার মানুষ।
ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আসফাউদ্দৌলা আজকের পত্রিকাকে বলেন, ‘উজানের ঢলে আবারও তিস্তার পানি বৃদ্ধি পাচ্ছে। ব্যারাজের ৪৪টি গেট খুলে রেখে নজরদারি করা হচ্ছে।’
উজানের ঢলে নীলফামারীতে আবারও বাড়ছে তিস্তা নদীর পানি। আজ বুধবার সন্ধ্যা ৬টার দিকে তিস্তার ডালিয়া ব্যারাজ পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ৩৭ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। এখনোও পানি বৃদ্ধি অব্যাহত আছে বলে জানায় কর্তৃপক্ষ।
ডালিয়া পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, বুধবার সকাল ৯টায় তিস্তা ব্যারাজ পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ৪৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়েছে। এরপর সন্ধ্যা ৬টায় ১০ সেন্টিমিটার বেড়ে ৩৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। মঙ্গলবার একই সময়ে ওই পয়েন্টে ৫৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। সেখানে নদীর পানির বিপৎসীমা ৫২ দশমিক ১৫ মিটার।
সূত্র আরও জানায়, তিস্তার উজানে ভারতের মেখলিগঞ্জ পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় তিস্তা ব্যারাজ পয়েন্টে পানি বৃদ্ধি অব্যাহত আছে। সেখানে নদীর পানি বিপৎসীমা ৬৫ দশমিক ৯৫ মিটার।
জেলার ডিমলা পূর্বছাতনাই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল লতিফ বলেন, ‘অন্য দিনের তুলনায় বুধবার তিস্তার পানি বেড়েছে। সকাল থেকে পানি বৃদ্ধি অব্যাহত আছে। এতে করে বন্যার শঙ্কায় রয়েছে এলাকার মানুষ।
ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আসফাউদ্দৌলা আজকের পত্রিকাকে বলেন, ‘উজানের ঢলে আবারও তিস্তার পানি বৃদ্ধি পাচ্ছে। ব্যারাজের ৪৪টি গেট খুলে রেখে নজরদারি করা হচ্ছে।’
নেত্রকোনার বারহাট্টায় ইউনুস নামে তিন বছর বয়সী এক শিশু বাড়ির পাশে গর্তে জমা বৃষ্টির পানিতে ডুবে মারা গেছে। গতকাল সোমবার দুপুরে উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে এ ঘটনা ঘটে।
২৫ মিনিট আগেনোয়াখালী সুবর্ণচরে বাড়ি ফেরার পথে বিকাশ ব্যবসায়ীকে কুপিয়েছে দুর্বৃত্তরা। এ সময় তাঁর কাছে থাকা নগদ আড়াই লাখ টাকা ও দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ছিনিয়ে নিয়ে যায়।
১ ঘণ্টা আগেমুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের আপিল শুনানির দিন পিছিয়েছে। আজ মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ আগামী ৬ মে শুনানির দিন ধার্য করেছেন।
১ ঘণ্টা আগেজামালপুরের ইসলামপুরে আওয়ামী লীগ কর্মীদের জামিন করানোর অভিযোগে ভয়ভীতি ও হুমকির মুখে আত্মগোপনে রয়েছেন হাফিজুর রহমান নামে এক ছাত্রদল নেতা।
১ ঘণ্টা আগে