ফরিদগঞ্জে দখল-দূষণে ১২ ফুটের খাল এখন নালা
চাঁদপুরের ফরিদগঞ্জে গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের পশ্চিম লাড়ুয়া ও নলডুগি গ্রাম দিয়ে বয়ে যাওয়া ডাকাতিয়া নদীর সঙ্গে সংযুক্ত ওয়াপদার সেচ খাল। একসময় এই সেচ খাল দিয়ে ছোট আকারের নৌকা চলাচল করত। পর্যায়ক্রমে ১২ ফুট চওড়া এই খালটি এখন সরু নালায় পরিণত হয়েছে। এতে সেচকাজ চালাতে বেগ পেতে হচ্ছে কৃষকদের। শুধু তা-ই নয়,