Ajker Patrika

তিস্তার স্রোতে বাঁধ ভেঙে ঘর বিলীন, আতঙ্কে এলাকাবাসী

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
আপডেট : ০৫ অক্টোবর ২০২৩, ১৮: ১৭
তিস্তার স্রোতে বাঁধ ভেঙে ঘর বিলীন, আতঙ্কে এলাকাবাসী

ভারতের সিকিম থেকে নেমে আসা ঢলে তিস্তা নদীর পানি বাড়ায় রংপুরের গঙ্গাচড়ায় একটি স্বেচ্ছাশ্রমের বাঁধের প্রায় ৩০০ মিটার ভেঙে গেছে। বাঁধটি ভেঙে নিম্নাঞ্চলের আবাদি জমিতে পানি প্রবেশ করেছে। ইচলি গ্রামে স্বেচ্ছাশ্রমে নির্মিত এই বাঁধটিতে বসবাস করা কয়েকটি বাড়ি ইতিমধ্যে নদী গর্ভে বিলীন হয়ে গেছে। আতঙ্কে দিন পাড় করছেন বাধঁটিতে বসবাস করা বাসিন্দারা। 

স্থানীয়রা জানান, ২০১৭ সালে ফসল রক্ষার জন্য স্বেচ্ছাশ্রমে বাঁধটি নির্মাণ করা হয়। গতকাল বুধবার রাতে তিস্তার পানি বৃদ্ধি পাওয়ায় পানির তোড়ে বাঁধটি ভেঙে যায়। বাধঁটিতে থাকা আব্দুর রাজ্জাকের চারটি, রহমানের চারটি ও আবুল কালামের ৩টি ঘর বিলীন হয়ে গেছে। এমন অবস্থায় আতঙ্কে দিন পাড় করতে হচ্ছে তাঁদের। 

ওই বাঁধে ভাঙনের শিকার রহমান বলেন, ‘কাল রাইতোত এমনভাবে বাঁধটি ভাঙি গেল কিছুই নিবার পাইনো না। ঘরটা ভাঙি গেছে। কোনো রকমে নিজের জানটা ধরি বেরবার পাইছি। কোনো কাপড়ও নিবার পাই নাই। এলা খামো কি পড়মো কি? এখন যে হামরা নিঃস্ব।’ 

বাঁধের আরেক বাসিন্দা আবুল কালাম বলেন, ‘আমার যা ছিল সব তিস্তা নিয়ে গেল। এখন কীভাবে আমরা চলব আল্লাহ জানেন। তিস্তা হামাক শ্যাষ করি দেইল।’ 

লক্ষীটারী ইউনিয়ন পরিষদের (ইউপি) ৩ নম্বর ওয়ার্ডের সদস্য মনোয়ারুল ইসলাম বলেন, ‘রাস্তাটার দুইদিকে পুকুর থাকায় ঝুঁকিপূর্ণ হয়ে রাত তিনটার দিকে বাঁধটা ভেঙে গেছে। কয়েকটা ঘর উদ্ধার করতে পারলে বাড়িতে থাকা কোনো আসবাবপত্র উদ্ধার করতে পারি নাই। আমরা দীর্ঘদিন থেকে তিস্তার উত্তরে একটা বেড়ি বাঁধ বা নদী শাসনের জন্য আবেদন করতেছি কিন্তু কোনো কাজেই হচ্ছে না।’ 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদ তামান্না বলেন, ‘ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে ৪০ কেজি চাল, তেল, চিড়া, গুড়সহ বিভিন্ন খাদ্য সহায়তা দিয়েছি। পরিবারগুলোকে আপাতত পাশেই এসকেএস বাজার সংলগ্ন মুজিব বর্ষের ঘরে পূর্ণ বাসনের ব্যবস্থা করেছি।’ 

রংপুর পানি উন্নয়ন বোর্ডের (পাউবোর) নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম জানান, বাঁধটি পানি উন্নয়ন বোর্ডের না। ফসল রক্ষার জন্য স্থানীয়রা নির্মাণ করেছেন। সেটি রক্ষণাবেক্ষণ করবে ইউনিয়ন পরিষদ। 

এদিকে তিস্তা নদীর পানি কমে বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হওয়ায় রংপুরে তিস্তা পাড়ের নিম্নাঞ্চল থেকে পানি নামতে শুরু করেছে। আজ বিকেল ৩টার পাউবোর তথ্য মতে তিস্তা ব্যারাজ পয়েন্টে পানি বিপৎসীমার ৬৫ সেন্টিমিটার নিচ ও কাউনিয়া পয়েন্টে ৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত