Ajker Patrika

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে নিয়োগ

চাকরি ডেস্ক
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে নিয়োগ

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। 

পদের নাম ও সংখ্যা: রাজস্ব সার্ভেয়ার ২৮টি

যোগ্যতা: বিজ্ঞান বিভাগে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ অন্যূন সার্ভে ফাইনাল পাস।

বয়স: ১৮ বছর থেকে ৩০ বছর। মুক্তিযোদ্ধা/ শহীদ মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর পর্যন্ত। তবে মুক্তিযোদ্ধা/ শহীদ মুক্তিযোদ্ধার নাতি-নাতনি প্রার্থীদের ক্ষেত্রে বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যেই হতে হবে। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য।

বেতন: ৯,৩০০–২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

যেসব জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন না: জামালপুর, নড়াইল, মাদারীপুর, সিরাজগঞ্জ, মানিকগঞ্জ, ঝালকাঠী, গোপালগঞ্জ, পটুয়াখালী ও বরিশাল জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন না। তবে এতিমখানা নিবাসী ও শারীরিক প্রতিবন্ধী সব জেলার প্রার্থী আবেদনের যোগ্য।

আবেদনের ফি: ২০০ টাকা।

আবেদনের প্রক্রিয়া: লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা ও প্রযোজ্য ক্ষেত্রে বিষয়ভিত্তিক ব্যাবহারিক পরীক্ষায় অবতীর্ণ হতে হবে। মৌখিক/ব্যাবহারিক পরীক্ষার স্থান, তারিখ ও সময়সূচি যথাসময়ে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের ওয়েবসাইট জানানো হবে। মৌখিক/ব্যাবহারিক পরীক্ষার জন্য আলাদা কোনো প্রবেশপত্র ইস্যু করা হবে না। আবেদনের সময় প্রার্থীকে অবশ্যই সদ্য তোলা রঙিন ছবি অনলাইনে আপলোড করতে হবে। ছবিতে কোনো রঙিন ব্যাকগ্রাউন্ড ব্যবহার করা যাবে না। সাদা ব্যাকগ্রাউন্ডে সুস্পষ্ট মুখমণ্ডল সংবলিত রঙিন ছবি আপলোড করতে হবে। সদ্য তোলা রঙিন ছবি ছাড়া অন্য ছবি ব্যবহার করা হলে কর্তৃপক্ষ প্রার্থীর বৈধতা বাতিল করার অধিকার সংরক্ষণ করেন।

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা ওয়েবসাইটের মাধ্যমে আবেদনের প্রক্রিয়া ও নিয়োগের বিষয়ে বিস্তারিত তথ্য জানতে পারবেন।

আবেদনের শেষ সময়: ৭ ফেব্রুয়ারি ২০২৪ বিকেল ৪টা পর্যন্ত।

সূত্র: বিজ্ঞপ্তি

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত