ঈদের ছুটি কাটিয়ে স্বাস্থ্য ঝুঁকি নিয়েই ঢাকা ফিরছে মানুষ
স্বজনদের সঙ্গে ঈদ কাটিয়ে গাদাগাদি করে লঞ্চ ও ফেরিতে পদ্মা পার হয়ে ঢাকায় ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। আজ বৃহস্পতিবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট হয়ে হাজার হাজার মানুষ মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট হয়ে ঢাকায় যাচ্ছেন। এ ছাড়াও ঢাকা ছেড়ে আসা মানুষের ভিড়ও ছিল চোখে পড়ার মত।