মেসিদের লিগের চেয়ে সৌদি লিগই সেরা রোনালদোর কাছে
তারকা খেলোয়াড় থাকলে তুলনামূলক কম পরিচিত টুর্নামেন্টও জনপ্রিয় হতে তেমন একটা সময় লাগে না। ক্রিস্টিয়ানো রোনালদো, লিওনেল মেসিকে দেখলেই তা বোঝা যায়। খুব অল্প সময়ের মধ্যেই জনপ্রিয়তা বাড়তে থাকে সৌদি প্রো লিগ ও মেজর লিগ সকারের (এমএলএস)। তবে রোনালদো এগিয়ে রাখছেন সৌদি লিগকেই।