ইউরোপ পর্ব শেষে এ বছর এশিয়া পর্ব শুরু করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। সৌদি আরবের ক্লাব আল নাসরে প্রথম মৌসুমে দারুণ খেলেছেন তিনি। তবে আল হিলালের স্ট্রাইকার ওদিওন ইঘালোর মতে, আর্থিক কারণেই সৌদি ক্লাবে গেছেন রোনালদো।
আল নাসরের সঙ্গে ২০২৫ পর্যন্ত চুক্তি হয়েছে রোনালদোর। ১৫০ মিলিয়ন মার্কিন ডলারে পর্তুগিজ তারকা ফুটবলারের সঙ্গে চুক্তি হয়েছে আল নাসরের, বাংলাদেশি মুদ্রায় তা ১৬৫১ কোটি ৬ লাখ টাকা। আর সৌদি ক্লাবে ২০২২-২৩ মৌসুমে ১৯ ম্যাচ খেলেছেন রোনালদো। পর্তুগিজ তারকা ফুটবলার গোল করেছেন ১৪ গোল ও ২ গোলে অ্যাসিস্ট করেছেন। দুটো হ্যাটট্রিকও করেছেন তিনি। সব গোলই করেছেন সৌদি প্রো লিগে।
রোনালদো যে সময় এসেছেন তখন আল নাসরের ট্রেবল জয়ের সুযোগ ছিল। সৌদি প্রো লিগ, কিংস কাপ, সৌদি সুপার কাপ-এই তিন টুর্নামেন্ট জয়ের সম্ভাবনা থাকলেও কোনোটিই জিততে পারেনি আল নাসর। ইঘালো যেন এই কথাটাই উল্লেখ করেছেন। এমনকি নিজেদের বয়সের কথাও উল্লেখ করেছেন ইঘালো। যেখানে রোনালদোর বয়স ৩৮ ও ইঘালোর বয়স ৩৭। ওমা স্পোর্টস টিভিকে নাইজেরিয়ার স্ট্রাইকার বলেন, ‘যখন আপনি তরুণ ফুটবলার, তখন আপনি বলবেন যে খেলার প্রতি প্যাশনের কারণে খেলছেন। তখন টাকা পয়সা নিয়ে আপনার তখন চিন্তাভাবনা থাকে না। তবে এই বয়সে আমি ক্যারিয়ারের শেষে এসে পৌঁছেছি। তিন বছরের বেশি মনে হয় না খেলতে পারব। আমি তেমন কোনো খেলোয়াড় না যে বলব, আমি প্যাশনের কারণে খেলি। পুরো ক্যারিয়ারে আমি যা আয় করেছি, আমার চেয়ে রোনালদো ১০০ গুণ বেশি আয় করেছেন এবং তবু তিনি সৌদি আরবে গেছেন। তিনি কি প্যাশন থেকে খেলছেন? দিনশেষে টাকা পয়সাই সব।’
আল হিলালের হয়ে এখন পর্যন্ত ইঘালো ৬০ ম্যাচে করেছেন ৪৩ গোল ও ৭ গোলে অ্যাসিস্ট করেছেন। গত মৌসুমে সৌদি প্রো লিগে রোনালদোর চেয়েও বেশি গোল করেছেন তিনি। নাইজেরিয়ার এই স্ট্রাইকার করেছিলেন ১৯ গোল।
ইউরোপ পর্ব শেষে এ বছর এশিয়া পর্ব শুরু করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। সৌদি আরবের ক্লাব আল নাসরে প্রথম মৌসুমে দারুণ খেলেছেন তিনি। তবে আল হিলালের স্ট্রাইকার ওদিওন ইঘালোর মতে, আর্থিক কারণেই সৌদি ক্লাবে গেছেন রোনালদো।
আল নাসরের সঙ্গে ২০২৫ পর্যন্ত চুক্তি হয়েছে রোনালদোর। ১৫০ মিলিয়ন মার্কিন ডলারে পর্তুগিজ তারকা ফুটবলারের সঙ্গে চুক্তি হয়েছে আল নাসরের, বাংলাদেশি মুদ্রায় তা ১৬৫১ কোটি ৬ লাখ টাকা। আর সৌদি ক্লাবে ২০২২-২৩ মৌসুমে ১৯ ম্যাচ খেলেছেন রোনালদো। পর্তুগিজ তারকা ফুটবলার গোল করেছেন ১৪ গোল ও ২ গোলে অ্যাসিস্ট করেছেন। দুটো হ্যাটট্রিকও করেছেন তিনি। সব গোলই করেছেন সৌদি প্রো লিগে।
রোনালদো যে সময় এসেছেন তখন আল নাসরের ট্রেবল জয়ের সুযোগ ছিল। সৌদি প্রো লিগ, কিংস কাপ, সৌদি সুপার কাপ-এই তিন টুর্নামেন্ট জয়ের সম্ভাবনা থাকলেও কোনোটিই জিততে পারেনি আল নাসর। ইঘালো যেন এই কথাটাই উল্লেখ করেছেন। এমনকি নিজেদের বয়সের কথাও উল্লেখ করেছেন ইঘালো। যেখানে রোনালদোর বয়স ৩৮ ও ইঘালোর বয়স ৩৭। ওমা স্পোর্টস টিভিকে নাইজেরিয়ার স্ট্রাইকার বলেন, ‘যখন আপনি তরুণ ফুটবলার, তখন আপনি বলবেন যে খেলার প্রতি প্যাশনের কারণে খেলছেন। তখন টাকা পয়সা নিয়ে আপনার তখন চিন্তাভাবনা থাকে না। তবে এই বয়সে আমি ক্যারিয়ারের শেষে এসে পৌঁছেছি। তিন বছরের বেশি মনে হয় না খেলতে পারব। আমি তেমন কোনো খেলোয়াড় না যে বলব, আমি প্যাশনের কারণে খেলি। পুরো ক্যারিয়ারে আমি যা আয় করেছি, আমার চেয়ে রোনালদো ১০০ গুণ বেশি আয় করেছেন এবং তবু তিনি সৌদি আরবে গেছেন। তিনি কি প্যাশন থেকে খেলছেন? দিনশেষে টাকা পয়সাই সব।’
আল হিলালের হয়ে এখন পর্যন্ত ইঘালো ৬০ ম্যাচে করেছেন ৪৩ গোল ও ৭ গোলে অ্যাসিস্ট করেছেন। গত মৌসুমে সৌদি প্রো লিগে রোনালদোর চেয়েও বেশি গোল করেছেন তিনি। নাইজেরিয়ার এই স্ট্রাইকার করেছিলেন ১৯ গোল।
৩১১ রানে পিছিয়ে থেকে ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে চতুর্থ টেস্টের দ্বিতীয় ইনিংসের খেলা শুরু করে ভারত। দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ১৭৪ রানে গতকাল চতুর্থ দিনের খেলা শেষ করেছে শুবমান গিলের নেতৃত্বাধীন ভারত। ইনিংস পরাজয় এড়াতে এখনো তাদের করতে হবে ১৩৭ রান। ওল্ড ট্রাফোর্ডে আজ চতুর্থ টেস্টের পঞ্চম দিনে...
১ ঘণ্টা আগেম্যানোলা মার্কেজ চলে যাওয়ায় ভারতের ফুটবল দল হয়ে পড়েছে কোচশূন্য। এশিয়ার এই দলটির কোচ হতে আগ্রহ প্রকাশ করেন জাভি হার্নান্দেজ, পেপ গার্দিওলার মতো স্প্যানিশ কিংবদন্তিরা। তবে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ) জানতে পেরেছে, তাঁদের নামে যেসব আবেদনপত্র এসেছে সেগুলো ভুয়া।
১ ঘণ্টা আগেমেয়েদের ফিফা বিশ্বকাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন স্পেন। আজ ২০২৫ মেয়েদের ইউরোর ফাইনালও জিতলে বিশ্বের দ্বিতীয় দল হিসেবে টানা বিশ্বকাপ ও ইউরোর শিরোপা জিতবে তারা। মেয়েদের ফুটবলে বিরল এই কীর্তি আছে কেবল জার্মান মেয়েদেরই। ২০০৭ ও ২০০৯ সালে টানা এই দুটি শিরোপা জিতেছিল তারা। আজ মেয়েদের ইউরোর ফাইনালে ডিফেন্ডিং
২ ঘণ্টা আগেহেডিংলি ও এজবাস্টন টেস্টে রানের ফোয়ারা ছুটিয়ে কিছুটা ঝিমিয়ে পড়েছিলেন শুবমান গিল। লর্ডসে সিরিজের তৃতীয় টেস্টে হাসেনি তাঁর ব্যাট। ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে প্রথম ইনিংসে করেন ১২ রান। ভারতের নবাগত টেস্ট অধিনায়ক হয়তো ভাবলেন, এভাবে আর কত! দলের প্রয়োজনের সময় ঠিকই জ্বলে উঠলেন তিনি।
২ ঘণ্টা আগে