ফি দিয়ে সদস্য হয়ে প্রশ্নপত্র নিতেন পরীক্ষার্থীরা: ডিবি
কোশ্চেন ব্যাংক, কোশ্চেন লিংক, অল এক্সাম হেলপিং জোন, এসএসসি ২০২১ অল বোর্ডসহ আরও বেশ কিছু ভুয়া ফেসবুক মেসেঞ্জার গ্রুপ, পেজ ও আইডি খুলে প্রশ্নপত্র পাওয়া যায় বলে পোস্ট ও শিক্ষার্থীদের ব্যক্তিগত ইনবক্সে মেসেজ দেন তারা