Ajker Patrika

টিকা পাচ্ছে ১ লাখ ২৫ হাজার এইচএসসি পরীক্ষার্থী

রংপুর প্রতিনিধি
আপডেট : ১৭ নভেম্বর ২০২১, ১৬: ০৪
টিকা পাচ্ছে ১ লাখ ২৫ হাজার এইচএসসি পরীক্ষার্থী

করোনাভাইরাস প্রতিরোধে রংপুর বিভাগে টিকা পাচ্ছে ১ লাখ ২৫ হাজার এইচএসসি পরীক্ষার্থী। গত সোমবার নগরীর স্টেশন ক্লাবকেন্দ্রে ১০ দিনব্যাপী টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক আসিব আহসান।

রংপুর বিভাগীয় উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিস জানায়, কর্মসূচির আওতায় বিভাগের আট জেলার এইচএসসি পরীক্ষার্থী টিকা পাবে। টিকা নেওয়ার জন্য শিক্ষার্থীদের জন্মনিবন্ধন সনদ সঙ্গে নিয়ে আসতে হবে।

সরেজমিনে দেখা যায়, টিকাদান কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে সোমবার সকাল থেকে রংপুর স্টেশন ক্লাব কেন্দ্রে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ভিড় জমাতে থাকে। পরীক্ষার আগে টিকা পাওয়ায় তাদের মধ্যে ছিল উচ্ছ্বাস।

মায়িশা তাবাসসুম নামে এক শিক্ষার্থী বলে, ‘পরিবারের সবাই নিলেও বয়স না হওয়ায় এত দিন টিকা নিতে পারিনি। আজ টিকা নিতে পেরে ভালো লাগছে।’

একই রকম অনুভূতি জানান আসিফা আক্তার নামে এক শিক্ষার্থী। সে জানায়, এত দিন টিকা না পাওয়ায় তাদের মধ্যে উদ্বেগ ছিল। এখন টিকা পেয়ে স্বস্তি ফিরেছে।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, এইচএসসি পরীক্ষা শুরু হওয়ার আগেই পরীক্ষার্থীদের টিকার আওতায় নিয়ে আসতে চায় স্বাস্থ্য বিভাগ। এ লক্ষ্যে খুব দ্রুত উপজেলা পর্যায়ে টিকাদান কার্যক্রম শুরু হবে।

জেলা সিভিল সার্জন হিরম্ব কুমার রায় জানান, শিক্ষার্থীদের করোনা প্রতিরোধক ফাইজারের টিকা দেওয়া হচ্ছে। তাৎক্ষণিক নিবন্ধনের মাধ্যমে তারা এই টিকা নিতে পারছে।

টিকাদান কার্যক্রমের উদ্বোধনকালে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের রংপুর বিভাগীয় উপপরিচালক মো. আক্তারুজ্জামান, জেলা সিভিল সার্জন হিরম্ব কুমার এবং রংপুর সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা কামরুজ্জামান ইবনে তাজসহ জেলা স্বাস্থ্য অধিদপ্তর ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জীবনের শেষ ইচ্ছার কথা ফেসবুকে প্রকাশ, বাস্তবেও ঘটল তাই

দুশ্চিন্তা, হতাশা দূর হবে হাদিসে বর্ণিত এই চার দোয়ায়

মালিকানা না, শুধু লাইসেন্সিং অপারেটর নিয়োগ: চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

ট্রাম্প-সি বৈঠকের আগে যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য চুক্তির রূপরেখা চূড়ান্ত

৩০০ আসনেই প্রার্থী দিতে প্রস্তুতি নিচ্ছে বামপন্থীরা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ