Ajker Patrika

প্রথম দিনে অনুপস্থিত ৬৪৭ জন পরীক্ষার্থী

কুমিল্লা ও চান্দিনা প্রতিনিধি
আপডেট : ১৫ নভেম্বর ২০২১, ১৬: ৪৭
প্রথম দিনে অনুপস্থিত ৬৪৭ জন  পরীক্ষার্থী

কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ছিল ৬৪৭ জন শিক্ষার্থী। এদের মধ্যে কুমিল্লা জেলায় ২৯১ জন, চাঁদপুরে ৯৫ জন, নোয়াখালীতে ১২৪ জন, ব্রাহ্মণবাড়িয়ায় ৮২ জন, ফেনীতে ৩১ জন ও লক্ষ্মীপুর জেলায় ২৪ জন শিক্ষার্থী রয়েছে। গতকাল রোববার শিক্ষা বোর্ডের উপপরীক্ষা নিয়ন্ত্রক মো. শহিদুল ইসলাম এ তথ্য জানান।

কুমিল্লা বোর্ডের ২৬৮টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হচ্ছে। সকাল ১০টা থেকে শুরু হয়ে দেড় ঘণ্টাব্যাপী চলছে পরীক্ষা। সকাল সাড়ে ৯টা তাপমাত্রা পরিমাপ ও বাধ্যতামূলক মাস্ক ব্যবহারের মধ্য দিয়ে শিক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হয়।

কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. আবদুছ সালাম জানান, স্বাস্থ্যবিধি মেনে সংক্ষিপ্ত সিলেবাসে নৈর্বাচনিক বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

এদিকে চান্দিনা প্রতিনিধি জানান, প্রথম দিনের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় চান্দিনা উপজেলায় ৭১ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।

এ দিন পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অপরাধে চান্দিনা আল আমিন ইসলামিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। কেন্দ্র সচিব মো. জাকির হোসেইন বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রুয়া নির্বাচন: বিএনপিপন্থীদের বর্জন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জামায়াতপন্থী ২৭ জন নির্বাচিত

সৌদি আরবের কেনা ক্ষেপণাস্ত্র ইসরায়েলকে দেওয়ার অনুরোধ যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করে কিসের ইঙ্গিত দিল রিয়াদ

‘পাপ কাহিনী’র হাত ধরে দেশের ওটিটিতে ফিরল অশ্লীলতা

বীর্যে বিরল অ্যালার্জি, নারীর বন্ধ্যাত্ব নিয়ে চিকিৎসকদের নতুন সতর্কতা

আওয়ামী লীগ নেতাকে ধরতে গিয়ে ছেলের বঁটির আঘাতে এসআই আহত, আটক ২

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত