Ajker Patrika

সালথায় বিষপানে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

ফরিদপুর প্রতিনিধি
আপডেট : ১৫ নভেম্বর ২০২১, ১৯: ১৭
সালথায় বিষপানে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

ফরিদপুরের সালথায় আসাদ মাতুব্বর (২০) নামে এক এসএসসি পরীক্ষার্থীর বিষপানে মৃত্যু হয়েছে। উপজেলার বল্লভদী ইউনিয়নের বিষ্ণুদী গ্রামে এ ঘটনা ঘটে। আসাদ ওই গ্রামের আবুল কালাম মাতুব্বরের ছেলে। স্থানীয় ফুলবাড়িয়া উচ্চবিদ্যালয়ের ছাত্র।

গতকাল রোববার দুপুরে সালথা থানার উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হোসেন এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ইউপি নির্বাচনে এক বিজয়ী প্রার্থীর লোকজন আসাদের বাড়ির পাশে আনন্দ উল্লাস করছিল। এতে সে বাধা দেয়। এ নিয়ে তার সঙ্গে কথা-কাটাকাটি হয় বিজয়ী আনারস প্রতীকের সমর্থকদের। এ সময় তারা আসাদকে অকথ্য ভাষায় গালিগালাজ করে।

এসআই মোজাম্মেল বলেন, পরে রাগে–ক্ষোভে গত শনিবার সকালে আসাদ বিষপান করে। অসুস্থ অবস্থায় প্রথমে নগরকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে ফরিদপুরে পাঠান। সেখানে নেওয়ার পথে আসাদ মারা যায়।

এ বিষয়ে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসিকুজ্জামান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নিতে পুলিশ কাজ করছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত