উন্নয়ন প্রকল্প তদারকিতে কমিটি গঠনে ডিসিদের প্রস্তাবে সরকারের না
বিদ্যমান আইনেই ডিসিদের উন্নয়ন প্রকল্প দেখভালের দায়িত্ব দেওয়া আছে উল্লেখ করে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘এটা তো অলরেডি বিধান আছে, আমি এটা বলে দিয়েছি। তাঁদের এলাকায় যেসব প্রকল্প আছে জেলা প্রশাসকেরা সেগুলো দেখতে পারেন। দেখা মানে কিন্তু ইনস্পেকশন নয়, ইনস্পেকশন শব্দটা ভয়ংকর! পরিদর্শন অর্থে বলেছি। যাওয়া-আসা,