Ajker Patrika

কমিউনিটি ক্লিনিকে আরও অর্থায়ন প্রয়োজন: পরিকল্পনামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাক
আপডেট : ২৮ জানুয়ারি ২০২২, ১২: ৩৪
কমিউনিটি ক্লিনিকে আরও অর্থায়ন প্রয়োজন: পরিকল্পনামন্ত্রী

গ্রামাঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবার মান বাড়াতে কমিউনিটি ক্লিনিকগুলোতে বরাদ্দ অর্থের পরিমাণ আরও বাড়ানো প্রয়োজন বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেছেন, প্রধানমন্ত্রীর প্রথম লক্ষ্য হলো গ্রামাঞ্চলে বিশেষ করে যারা সরাসরি খেতে-খামারে, বিলেঝিলে কাজ করেন, তাঁদের কল্যাণের জন্য কিছু করা। 

আজ শুক্রবার সকালে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে তিন দিনব্যাপী অসংক্রামক রোগ নিয়ন্ত্রণবিষয়ক জাতীয় সম্মেলনের শেষ দিনে অংশ নিয়ে এসব কথা বলেন মন্ত্রী। 

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘কমিউনিটি ক্লিনিকগুলোর জন্য আমরা গর্ববোধ করি। আমি যখনই গ্রামে যাই, তখন রাস্তায় কমিউনিটি ক্লিনিকে নামি, ভেতরে ঢুকি, তাঁদের কার্যক্রম দেখি। আমার কাছে খুবই জীবন্ত মনে হয়। এগুলোর মাধ্যমে গ্রামের মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা আমরা পৌঁছে দিতে পেরেছি। অসুস্থ হলেই মানুষকে এখন আর শহরে দৌড়াতে হয় না। পাশের কমিউনিটি ক্লিনিকে গিয়েই জরুরি সেবাসহ নানা রকমের ওষুধ সেখানে তাঁরা পান। আমি আমার গ্রামের চেয়ারম্যান, মেম্বার, মাতুব্বরদের সঙ্গে কথা বলে দেখেছি, তাঁরা সব সময় কমিউনিটি ক্লিনিককে উচ্চ মার্ক দেন।’

এম এ মান্নান বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে মনে করি, কমিউনিটি ক্লিনিকগুলোতে আরও বরাদ্দ বাড়ানো প্রয়োজন। যদিও সেখানে জায়গা কম, ছোট দুইটা রুম, তবু প্রতিটিতে আরও একাধিক শয্যা, প্রাথমিক সুযোগ-সুবিধা ও রোগ শনাক্তের জন্য কিছু যন্ত্রপাতি বিশেষ করে এক্স-রে, ইসিজি-জাতীয় কিছু যোগ করা যায় কি না, এগুলো আমাদের চিন্তা করা দরকার।’ 

কমিউনিটি ক্লিনিকের মানোন্নয়নে সরকারের উচ্চ পর্যায়ে আলোচনা করবেন বলেও জানান পরিকল্পনামন্ত্রী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রুয়া নির্বাচন: বিএনপিপন্থীদের বর্জন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জামায়াতপন্থী ২৭ জন নির্বাচিত

‘পাপ কাহিনী’র হাত ধরে দেশের ওটিটিতে ফিরল অশ্লীলতা

সৌদি আরবের কেনা ক্ষেপণাস্ত্র ইসরায়েলকে দেওয়ার অনুরোধ যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করে কিসের ইঙ্গিত দিল রিয়াদ

আওয়ামী লীগ নেতাকে ধরতে গিয়ে ছেলের বঁটির আঘাতে এসআই আহত, আটক ২

সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় সমন্বয়ক পরিচয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৫

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত