Ajker Patrika

এখন উপোস করতে হয় না

ব্রাহ্মণবাড়িয়া ও সরাইল প্রতিনিধি
আপডেট : ১০ জানুয়ারি ২০২২, ০৯: ৩৯
এখন উপোস করতে হয় না

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, ‘গত ১২ বছরে বাংলাদেশের অনেক পরিবর্তন হয়েছে। এখন আমরা তিনবেলা ভাত খেতে পারি। অথচ একটা সময় আমাদের উপোস সময় কাটাতে হতো। বাংলাদেশ এখন সাধারণ কোনো দেশ নয়।’

গতকাল রোববার সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলে আশুতোষ চক্রবর্তী শিক্ষাবৃত্তি প্রধান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় পরিকল্পনামন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র চলছে। তাঁকে হত্যা করতে পারলে দেশটা শোষকেরা পরিচালনা করবে। প্রধানমন্ত্রীর শক্তির প্রয়োজন নেই। আমাদের প্রয়োজন শেখ হাসিনার শক্তিকে সুসংহত রাখা।’

এ ছাড়া শিক্ষার বিষয়ে মন্ত্রী বলেন, শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতি করতে পারে না। তাই শিক্ষা ব্যবস্থার ওপর সর্বোচ্চ জোর দিতে হবে। শিক্ষায় দেশ এখনো পিছিয়ে আছে। দেশে সাক্ষরতার হার ৭৫ শতাংশ। এর মধ্যে ২০ ভাগ নাম কেবল লিখতে পারেন।’

সরাইল উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান প্রীতি চক্রবর্তী। সম্মানিত অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সাংসদ র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সাংসদ আব্দুস সাত্তার ভূঁইয়া, সংরক্ষিত আসনের সাংসদ উম্মে ফাতেমা নাজমা বেগম, ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন, পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল-মামুন সরকার প্রমুখ।

বাচিকশিল্পী মো. মনির হোসেনের সঞ্চলনায় এতে স্বাগত বক্তব্য দেন ইউনিভার্সেল মেডিকেল কলেজের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী।

অনুষ্ঠানে উপজেলার শীর্ষ স্থানীয় ১৩টি মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণির মেধাতালিকায় প্রথম স্থান অধিকারী ৭৫ জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি দেওয়া হয়। অষ্টমবারের মতো এবারও আশুতোষ চক্রবর্তী শিক্ষা বৃত্তি দেওয়া হয়। শিক্ষাবৃত্তি হিসেবে আর্থিক অনুদানের পাশাপাশি মেডেল, ক্রেস্ট, সার্টিফিকেট ও গিফট বক্স দেওয়া হয়।

উল্লেখ্য, আয়োজনটি ছিল ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের একটি শিক্ষা উদ্যোগ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত