আল্লাহর আনুগত্য করা কেন জরুরি
আল্লাহ আমাদের প্রভু; সৃষ্টিকর্তা। আমরা তাঁর বান্দা বা দাস। দাসের করণীয় হলো, মনিব যা আদেশ করবেন, যা বারণ করবেন, তা অবনত মস্তকে মেনে নেওয়া; কোনো ধরনের প্রশ্ন ছাড়াই তাঁর অনুগত থাকা। মালিকের অবাধ্য হলে যেমন তিনি অসন্তুষ্ট হন এবং শাস্তি দেন, তেমনি আল্লাহও অবাধ্য বান্দার প্রতি অসন্তুষ্ট হন এবং শাস্তি দেন।