বাইকের বিকট শব্দ নিয়ে আপত্তির জেরেই খুন, নেপথ্যে কিশোর গ্যাং
চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতে মোটরসাইকেলের বিকট শব্দ করা নিয়ে ঝগড়ার জেরে মনিরুজ্জামান রাফি (২৫) হত্যার ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডে জড়িতরা উঠতি বয়সের তরুণ। তাঁরা পাড়া–মহল্লার অপরাধী চক্র হিসেবে পরিচিত ‘কিশোর গ্যাং’–এর সদস্য।