Ajker Patrika

পতেঙ্গায় মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ০৪ মে ২০২৪, ১৬: ০৩
পতেঙ্গায় মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত

চট্টগ্রামের পতেঙ্গায় মোটরসাইকেলের ধাক্কায় মিনহাজ উদ্দিন (৩৬) নামের এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় এক তরুণীসহ মোটরসাইকেলের চালক গুরুতর আহত হয়েছেন। গতকাল শুক্রবার রাতে নগরের আউটার রিং রোডে এই দুর্ঘটনা ঘটে। 

নিহত মিনহাজ চট্টগ্রামের রাউজান থানার সুলতানপুর গ্রামের মো. শওকতের ছেলে। আহতরা হলেন ফাতেমা আক্তার মনি (২২) ও মোটরসাইকেলের চালক আবু হেনা মাহমুদ। 

দুর্ঘটনার বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবিরুল ইসলাম। তিনি বলেন, ‘আউটার রিং রোডে ফৌজদারহাটগামী রাস্তায় খেজুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ওই মোটরসাইকেল চালক বেপোরোয়া গতিতে এসে দুই পথচারীকে ধাক্কা দিলে মাথাসহ শরীরের বিভিন্ন অংশে আঘাত পান তাঁরা। পরে মোটরসাইকেলের চালকসহ তিনজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে আনা হলে চিকিৎসক মিনহাজকে মৃত ঘোষণা করেন। 

মিনহাজ উদ্দিনের সঙ্গে ঘুরতে আসা তরুণী ও মোটরসাইকেলের চালককে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান ওসি কবিরুল ইসলাম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত