Ajker Patrika

চট্টগ্রাম বন্দরে জেটিতে নোঙর করা অয়েল ট্যাংকারে আগুন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৪, ১৫: ২০
চট্টগ্রাম বন্দরে জেটিতে নোঙর করা অয়েল ট্যাংকারে আগুন

চট্টগ্রাম বন্দরের ডলফিন জেটিতে দাঁড়িয়ে থাকা একটি অয়েল ট্যাংকারে আগুন লেগেছে। আজ সোমবার সকাল ১০টা ৫৫ মিনিটে পতেঙ্গার কর্ণফুলী নদীর জেটিতে বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ ‘বাংলার জ্যোতি’তে এই আগুন লাগে। ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ও নৌবাহিনীর ফায়ার টিম আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুন পুরোপুরি না নিভলেও এই মুহূর্তে নিয়ন্ত্রণে রয়েছে বলে জানান ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ। 

এ বিষয়ে চট্টগ্রাম বন্দরের সচিব ওমর ফারুক জানান, বন্দরের ডলফিন জেটিতে অস্থানরত জাহাজটিতে আগুন লেগেছে। নৌবাহিনীর ফায়ার টিম আগুন নেভাতে কাজ করছে। একই সঙ্গে কাজ করছে ফায়ার সার্ভিসের টিমও। এখন পর্যন্ত বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। 

এদিকে ঠিক কী কারণে জাহাজের কোন অংশে আগুন লেগেছে তা তাৎক্ষণিকভাবে জানাতে না পারলেও ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ দুর্ঘটনাকবলিত জাহাজের ভেতরে প্রবেশ করছেন জানিয়ে তিনি বলেন, ‘আমরা এখনো নিশ্চিত নই আগুনের কারণ সম্পর্কে। এ নিয়ে আমরা কাজ করছি। তবে আগুন নিয়ন্ত্রণে আছে। ’

তথ্যমতে, রাষ্ট্রীয় পতাকাবাহী জাহাজটি বন্দরের বহির্নোঙর থেকে ক্রুড অয়েল নিয়ে ডলফিন জেটিতে এসেছিল। বাংলার জ্যোতিতে আগুন লাগার পর ওই এলাকার অন্যান্য জাহাজগুলো নিরাপদে সরানো হয়েছে বলে বন্দর কর্মকর্তারা জানিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত