নোরা ফাতেহির পেছনে এনবিআরের নজরদারি
নোরা ও তাঁর দলের সদস্যদের কর ও ভ্যাট দেওয়া নিয়ে নজরদারি শুরু করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আয়কর ও ভ্যাট কর্মকর্তারা। নোরা ফাতেহি ও তাঁর সফরসঙ্গীদের পারিশ্রমিক, উড়োজাহাজে ভ্রমণ ও অন্যান্য যাতায়াত, থাকা–খাওয়াসহ বিভিন্ন উপায়ে তাঁদের দেওয়া টাকার ওপর কর দাবি করে তা আদায়ের চিঠি দিয়েছে আয়কর বিভাগ।