Ajker Patrika

মৎস্যকন্যা রুপে ভাইরাল নোরা

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২১, ০৮: ৫৭
মৎস্যকন্যা রুপে ভাইরাল নোরা

মৎস্যকন্যা বা মারমেইডকে নিয়ে বহুকাল ধরে নানা কথা প্রচলিত রয়েছে। অনেকেই মৎস্যকন্যাকে দেখেছেন বলে দাবি করেন। অনেকেই মনে করেন এই মৎস্যকন্যার অস্তিত্ব রয়েছে পৃথিবীতে। তাই মারমেইডকে নিয়ে বহু সিনেমা বলিউড, হলিউডে তৈরি হয়েছে। এবার মৎস্যকন্যার রূপ ধারণ করলেন বলিউডের নোরা ফাতেহি।

সম্প্রতি নোরা ইনস্টাগ্রামে হ্যান্ডেলে মৎস্যকন্যার রূপে কয়েকটি ছবি পোস্ট করেন। যেখানে তাকে দেখা যাচ্ছে সোনালী রংয়ের চুলে মৎস্যকন্যা রুপে অর্ধ শরীর পানিতে ডুবিয়ে বিভিন্ন পোজে ছবি পোস্ট করেছেন তিনি। যা দেখে মনে হচ্ছে সত্যিই কোনো মৎস্যকন্যা জলের থেকে উঠে এসেছেন।

নোরা ফাতেহি ও গুরু রানধাওয়াএকটি মিউজিক ভিডিওর জন্য নোরার এই লুক। খুব শীঘ্রই গুরু রানধাওয়ার সঙ্গে একটি গানে এই বেশেই দেখা যাবে নোরাকে। গানের নাম ‘ড্যান্স মেরি রানি’।

সেই মিউজিক ভিডিও শুটিংয়ের সেট থেকে একটি ভিডিও সম্প্রতি নেটমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে নোরাকে মৎস্যকন্যার পোশাকে নৌকা থেকে নামাতে দেখা গেছে। বেশ কয়েকজন মিলে নোরাকে নৌকা থেকে নোরাকে স্টেচারে শুয়ে পানিতে নামাচ্ছেন।

মৎস্যকন্যা রুপে নোরা ফাতেহিনোরা জানান, পোশাক পরার পর নড়াচড়া করতে পারছেন না। তাই সেটে তাঁকে স্ট্রেচারে করে নিয়ে যেতে হয়েছিল।

মিউজিক ভিডিওতে গুরু রানধাওয়া ছাড়া আরও কণ্ঠ দিয়েছেন জাহরাহ এস খান। গানটির কথা লিখেছেন রাশমি, কম্পোজ করেছেন তানিশক বাগচি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত