বর্তমান সময়ে বলিউডের অন্যতম হার্টথ্রব ড্যান্সার নোরা ফাতেহি। বেশ কিছু আইটেম গানে দর্শকের মন জয় করে নিলেও এখন পর্যন্ত অভিনয়ের সুযোগটা কমই পেয়েছেন নোরা। ‘গণপথ’ নামে একটি অ্যাকশন থ্রিলার ছবিতে টাইগার শ্রফের বিপরীতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন। কিন্তু প্রথমবার নায়িকা হওয়ার সুযোগ পেয়েও নিজ ভুলে হাতছাড়া হয়ে যায়। অতি উৎসাহী হয়ে বেশি প্রচার করায় বাদ পড়েন তিনি। তখনই সুযোগটা আসে ‘ভুজ: দ্য প্রাইড অব ইন্ডিয়া’ ছবিতে অভিনয়ের। ছবিটি ডিজনি হটস্টারে মুক্তি পাবে এই সপ্তাহে।
এই ছবিতে নায়িকা দুজন। নোরা ফাতেহির সঙ্গে আরও থাকছেন ‘দাবাং’ কন্যা সোনাক্ষী সিনহা। নোরা অভিনয় করেছেন জান-প্রাণ দিয়ে। কারণ, এটাই তাঁর অভিনয় প্রমাণের সময়।
এই ছবিতে ভারতের গুপ্তচর হিনা রহমানের চরিত্রে দেখা যাবে নোরাকে। শুটিং করতে গিয়ে গুরুতর আহতও হয়েছিলেন তিনি। অ্যাকশন দৃশ্য করার সময় বন্দুকের নলের আঘাত লাগে তাঁর কপালে। যে কারণে গভীরভাবে কেটে যায়। হাসপাতালেও নিতে হয় তাঁকে।
মরোক্কান বংশোদ্ভূত নোরার জন্ম ও বেড়ে ওঠা কানাডায়। তবে এই অভিনেত্রী, নৃত্যশিল্পী, মডেল ও প্রযোজকের ক্যারিয়ার বিকশিত হয়েছে ভারতেই। হিন্দি ছাড়াও তেলুগু, মালয়ালম ও তামিল ভাষার ছবিতে কাজ করেছেন তিনি।
ঘরের দরজা বন্ধ করে ইউটিউবে নাচ শিখতেন নোরা। নোরার হৃদয়ে জায়গা করে নিল ‘বলিউডি নাচ’। ঠিক করলেন, বলিউডই হবে তাঁর গন্তব্য।
বাবার মৃত্যুর পর ১৮ বছরের নোরা নিজের কাঁধে তুলে নিলেন পরিবারের দায়িত্ব। সেই দায়িত্ব মেটাতেই কাজ শুরু করেন রেস্তোরাঁয়। এর মধ্যে ভারতের বিভিন্ন মডেলিং এজেন্সিতে নাচের ভিডিও পাঠিয়ে জানাতেন কাজের ইচ্ছা। দেড় বছর পর একটা মেইলের জবাব আসে। সেই আনন্দে বাক্সপেটরা গুটিয়ে কানাডা থেকে মুম্বাই চলে আসেন নোরা।
২০১২ সালে ভারতে আসেন নোরা। তারপর থেকেই একের পর এক বিজ্ঞাপনে কাজ করেন। দুই বছর বিজ্ঞাপনে কাজ করেছেন; কিন্তু পারিশ্রমিক পাননি। চলচ্চিত্রে একটা চরিত্র পেতে সময় লেগে গেছে দুই বছর। সব ব্যর্থতা, ঝুড়িভর্তি ‘না’ ঠেলে সরিয়ে সফলতার দেখা পেতে সময় লেগে যায় আরও চার বছর। আর এ মুহূর্তে নোরা বলিউডের সেরা ড্যান্সারদের একজন।
হিন্দিটা ঠিক করে বলতে পারতেন না নোরা। তাই বেশ কিছু ছবি থেকে বাদ পড়তে হয় তাঁকে। এরপরই আইটেম ডান্সে ঝোঁকেন তিনি। নোরা ফাতেহির উল্লেখযোগ্য গানগুলো হলো ‘ছোড় দেঙ্গে’, ‘নাচ মেরি রানি’, ‘গরমি’, ‘এক তোহ কাম জিন্দেগানি’, ‘ও সাকি সাকি’, ‘কামারিয়া’, ‘দিলবার’, ‘লাগদি লাহোর দি’, ‘পেপেটা’, ‘নাহ’ ইত্যাদি।
বর্তমান সময়ে বলিউডের অন্যতম হার্টথ্রব ড্যান্সার নোরা ফাতেহি। বেশ কিছু আইটেম গানে দর্শকের মন জয় করে নিলেও এখন পর্যন্ত অভিনয়ের সুযোগটা কমই পেয়েছেন নোরা। ‘গণপথ’ নামে একটি অ্যাকশন থ্রিলার ছবিতে টাইগার শ্রফের বিপরীতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন। কিন্তু প্রথমবার নায়িকা হওয়ার সুযোগ পেয়েও নিজ ভুলে হাতছাড়া হয়ে যায়। অতি উৎসাহী হয়ে বেশি প্রচার করায় বাদ পড়েন তিনি। তখনই সুযোগটা আসে ‘ভুজ: দ্য প্রাইড অব ইন্ডিয়া’ ছবিতে অভিনয়ের। ছবিটি ডিজনি হটস্টারে মুক্তি পাবে এই সপ্তাহে।
এই ছবিতে নায়িকা দুজন। নোরা ফাতেহির সঙ্গে আরও থাকছেন ‘দাবাং’ কন্যা সোনাক্ষী সিনহা। নোরা অভিনয় করেছেন জান-প্রাণ দিয়ে। কারণ, এটাই তাঁর অভিনয় প্রমাণের সময়।
এই ছবিতে ভারতের গুপ্তচর হিনা রহমানের চরিত্রে দেখা যাবে নোরাকে। শুটিং করতে গিয়ে গুরুতর আহতও হয়েছিলেন তিনি। অ্যাকশন দৃশ্য করার সময় বন্দুকের নলের আঘাত লাগে তাঁর কপালে। যে কারণে গভীরভাবে কেটে যায়। হাসপাতালেও নিতে হয় তাঁকে।
মরোক্কান বংশোদ্ভূত নোরার জন্ম ও বেড়ে ওঠা কানাডায়। তবে এই অভিনেত্রী, নৃত্যশিল্পী, মডেল ও প্রযোজকের ক্যারিয়ার বিকশিত হয়েছে ভারতেই। হিন্দি ছাড়াও তেলুগু, মালয়ালম ও তামিল ভাষার ছবিতে কাজ করেছেন তিনি।
ঘরের দরজা বন্ধ করে ইউটিউবে নাচ শিখতেন নোরা। নোরার হৃদয়ে জায়গা করে নিল ‘বলিউডি নাচ’। ঠিক করলেন, বলিউডই হবে তাঁর গন্তব্য।
বাবার মৃত্যুর পর ১৮ বছরের নোরা নিজের কাঁধে তুলে নিলেন পরিবারের দায়িত্ব। সেই দায়িত্ব মেটাতেই কাজ শুরু করেন রেস্তোরাঁয়। এর মধ্যে ভারতের বিভিন্ন মডেলিং এজেন্সিতে নাচের ভিডিও পাঠিয়ে জানাতেন কাজের ইচ্ছা। দেড় বছর পর একটা মেইলের জবাব আসে। সেই আনন্দে বাক্সপেটরা গুটিয়ে কানাডা থেকে মুম্বাই চলে আসেন নোরা।
২০১২ সালে ভারতে আসেন নোরা। তারপর থেকেই একের পর এক বিজ্ঞাপনে কাজ করেন। দুই বছর বিজ্ঞাপনে কাজ করেছেন; কিন্তু পারিশ্রমিক পাননি। চলচ্চিত্রে একটা চরিত্র পেতে সময় লেগে গেছে দুই বছর। সব ব্যর্থতা, ঝুড়িভর্তি ‘না’ ঠেলে সরিয়ে সফলতার দেখা পেতে সময় লেগে যায় আরও চার বছর। আর এ মুহূর্তে নোরা বলিউডের সেরা ড্যান্সারদের একজন।
হিন্দিটা ঠিক করে বলতে পারতেন না নোরা। তাই বেশ কিছু ছবি থেকে বাদ পড়তে হয় তাঁকে। এরপরই আইটেম ডান্সে ঝোঁকেন তিনি। নোরা ফাতেহির উল্লেখযোগ্য গানগুলো হলো ‘ছোড় দেঙ্গে’, ‘নাচ মেরি রানি’, ‘গরমি’, ‘এক তোহ কাম জিন্দেগানি’, ‘ও সাকি সাকি’, ‘কামারিয়া’, ‘দিলবার’, ‘লাগদি লাহোর দি’, ‘পেপেটা’, ‘নাহ’ ইত্যাদি।
বর্ষাকালে এমনিতেই কমে যায় কনসার্ট নিয়ে শিল্পিদের ব্যস্ততা। তবে গত কয়েক বছর এই সময়ে দেখা গেছে ইনডোর কনসার্টের আধিক্য। কিন্তু এ বছর প্রেক্ষাপট যেন ভিন্ন। কনসার্টের সংখ্যা কমেছে উল্লেখযোগ্যভাবে। দেশে ব্যস্ততা কমায় বিদেশে কনসার্টের দিকে মনোযোগী হচ্ছেন শিল্পীরা। নগর বাউল জেমস, মাইলস, আর্ক, অর্থহীন...
২ ঘণ্টা আগেকবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ‘রক্তকরবী’ অবলম্বনে মঞ্চে মিউজিক্যাল পাপেট থিয়েটার নিয়ে আসছে টুগেদার উই ক্যান। নাম দেওয়া হয়েছে ‘আগুনি’। অংশ নিয়েছেন জুলাই আন্দোলনের প্রায় অর্ধশতাধিক যোদ্ধা। প্রযোজনাটির পরিকল্পনা ও পরিচালনা করেছেন অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ। পৃষ্ঠপোষকতা করছে সংস্কৃতি মন্ত্রণালয়...
২ ঘণ্টা আগেটেলিভিশনে নিয়মিত সরাসরি গানের অনুষ্ঠানে অংশ নেন সংগীতশিল্পীরা। নিজেদের গানের পাশাপাশি অন্য শিল্পীর জনপ্রিয় গানও পরিবেশন করেন কেউ কেউ। তবে অনেক সময় কভার করা গানের গীতিকার ও শিল্পীর নাম থাকে উপেক্ষিত। এবার এই বিষয়ে অভিযোগ জানালেন সংগীতশিল্পী কাজী শুভ। গতকাল সোশ্যাল মিডিয়ায় আক্ষেপ করে কাজী শুভ...
২ ঘণ্টা আগেম্যানচেস্টারের প্রথম কনসার্টে জেমস ক্যামেরনের সঙ্গে কাজের কথা প্রকাশ করেন বিলি আইলিশ। যেহেতু জেমস ক্যামেরনের মতো বিশ্ববিখ্যাত নির্মাতার সঙ্গে প্রথম কাজ, বিলি আইলিশ তাই খবরটি ভক্তদের জানানোর জন্য উন্মুখ হয়ে ছিলেন।
১৫ ঘণ্টা আগে