নিজস্ব প্রতিবেদক, ঢাকা
অনুমতি ছাড়া ভারতীয় নৃত্য শিল্পী নোরা ফাতেহির অনুষ্ঠানের বিষয়ে ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগকে অনুরোধ জানিয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। গত ১৫ নভেম্বর সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এক চিঠিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে এই অনুরোধ জানায়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে কাজ করছে বলে জানিয়েছেন একজন কর্মকর্তা। তিনি শুটিংয়ে অংশ নিতে পারবেন। তবে অন্য কোনো কিছুতে আইনের ব্যত্যয় ঘটলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান সেই কর্মকর্তা।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব কাজী নুরুল ইসলাম স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় নোরা ফাতেহিকে ‘উইমেন এমপাওয়ারমেন্ট ইন বাংলাদেশ’ শীর্ষক ডকুমেন্টারির শুটিংয়ের অনুমতি দিয়েছে। কিন্তু তিনি বসুন্ধরা কনভেনশন সেন্টারে একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন বলে খবর প্রকাশ হয়েছে। ওই অনুষ্ঠানের জন্য উচ্চমূল্যে টিকিট বিক্রি করা হচ্ছে। বিদেশি শিল্পীদের কোনো অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের অনুমতি নেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। তবে আয়োজক কর্তৃপক্ষ কোনো অনুমতি নেয়নি। উইমেন লিডারশিপ কর্তৃপক্ষ অনুষ্ঠানের অনুমতির জন্য আবেদন করেছিল। অর্থনৈতিক মন্দা ও বাংলাদেশ ব্যাংকের অনুরোধের কারণে তাঁদের আবেদন নামঞ্জুর করা হয়েছে। শুটিং ছাড়া নোরা ফাতেহী অন্য কোনো অনুষ্ঠানে অংশ নিতে পারবেন না। কিন্তু উইমেন লিডারশিপ করপোরেশন বাণিজ্যিকভাবে বসুন্ধরা কনভেনশনে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করেছে। বিদেশি এই শিল্পী অনুমতি ছাড়া কোনো বাণিজ্যিক অনুষ্ঠানে অংশ নিলে এবং শর্ত লঙ্ঘিত হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।
একই চিঠির অনুলিপি জাতীয় রাজস্ব বোর্ড, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশকে দেওয়া হয়েছে।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের এই চিঠি পাওয়ার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব (নিরাপত্তা ও বহিরাগমন অনুবিভাগ) মো. খায়রুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘এ বিষয়ে আমাদের কাজ চলছে। তাকে শুটিংয়ের অনুমতি দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। তিনি শুটিং করতে আসবেন বলে জানি। অন্য কোনো কিছুতে আইনের ব্যত্যয় ঘটলে আমরা ব্যবস্থা নেব।’
এদিকে, নোরা ফাতেহির বাংলাদেশের অনুষ্ঠান বানচালের ‘হুমকিদাতা’ হিসেবে শাহজাহান ভূঁইয়া রাজু নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের তেজগাঁও বিভাগ। তাকে আজ বৃহস্পতিবার আদালতে হাজির করলে, আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ডিবি পুলিশের তেজগাঁও জোনাল টিমের পুলিশ পরিদর্শক আমেনা খাতুন জানান, ‘গ্লোবাল অ্যাচিভার্স অ্যাওয়ার্ড’ নামে একটি অনুষ্ঠানের আয়োজক ইসরাত জাহান মারিয়ার করার একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
মামলায় অভিযোগ করা হয়, শাহাজাহান ভূঁইয়া আগে নোরা ফাতেহিকে আমন্ত্রণ জানিয়ে ব্যর্থ হন। এরপর তিনি লাল নোটিশ পাঠান এবং বিভিন্ন ছলচাতুরী ও প্রতারণার আশ্রয় নিয়ে নিজেকে অনুষ্ঠানের আয়োজক পরিচয়ে টিকিট বিক্রি করেন। অনুষ্ঠানটি বানচাল করার জন্য এবং বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করেছিল সে।
আরও পড়ুন:
অনুমতি ছাড়া ভারতীয় নৃত্য শিল্পী নোরা ফাতেহির অনুষ্ঠানের বিষয়ে ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগকে অনুরোধ জানিয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। গত ১৫ নভেম্বর সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এক চিঠিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে এই অনুরোধ জানায়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে কাজ করছে বলে জানিয়েছেন একজন কর্মকর্তা। তিনি শুটিংয়ে অংশ নিতে পারবেন। তবে অন্য কোনো কিছুতে আইনের ব্যত্যয় ঘটলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান সেই কর্মকর্তা।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব কাজী নুরুল ইসলাম স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় নোরা ফাতেহিকে ‘উইমেন এমপাওয়ারমেন্ট ইন বাংলাদেশ’ শীর্ষক ডকুমেন্টারির শুটিংয়ের অনুমতি দিয়েছে। কিন্তু তিনি বসুন্ধরা কনভেনশন সেন্টারে একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন বলে খবর প্রকাশ হয়েছে। ওই অনুষ্ঠানের জন্য উচ্চমূল্যে টিকিট বিক্রি করা হচ্ছে। বিদেশি শিল্পীদের কোনো অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের অনুমতি নেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। তবে আয়োজক কর্তৃপক্ষ কোনো অনুমতি নেয়নি। উইমেন লিডারশিপ কর্তৃপক্ষ অনুষ্ঠানের অনুমতির জন্য আবেদন করেছিল। অর্থনৈতিক মন্দা ও বাংলাদেশ ব্যাংকের অনুরোধের কারণে তাঁদের আবেদন নামঞ্জুর করা হয়েছে। শুটিং ছাড়া নোরা ফাতেহী অন্য কোনো অনুষ্ঠানে অংশ নিতে পারবেন না। কিন্তু উইমেন লিডারশিপ করপোরেশন বাণিজ্যিকভাবে বসুন্ধরা কনভেনশনে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করেছে। বিদেশি এই শিল্পী অনুমতি ছাড়া কোনো বাণিজ্যিক অনুষ্ঠানে অংশ নিলে এবং শর্ত লঙ্ঘিত হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।
একই চিঠির অনুলিপি জাতীয় রাজস্ব বোর্ড, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশকে দেওয়া হয়েছে।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের এই চিঠি পাওয়ার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব (নিরাপত্তা ও বহিরাগমন অনুবিভাগ) মো. খায়রুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘এ বিষয়ে আমাদের কাজ চলছে। তাকে শুটিংয়ের অনুমতি দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। তিনি শুটিং করতে আসবেন বলে জানি। অন্য কোনো কিছুতে আইনের ব্যত্যয় ঘটলে আমরা ব্যবস্থা নেব।’
এদিকে, নোরা ফাতেহির বাংলাদেশের অনুষ্ঠান বানচালের ‘হুমকিদাতা’ হিসেবে শাহজাহান ভূঁইয়া রাজু নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের তেজগাঁও বিভাগ। তাকে আজ বৃহস্পতিবার আদালতে হাজির করলে, আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ডিবি পুলিশের তেজগাঁও জোনাল টিমের পুলিশ পরিদর্শক আমেনা খাতুন জানান, ‘গ্লোবাল অ্যাচিভার্স অ্যাওয়ার্ড’ নামে একটি অনুষ্ঠানের আয়োজক ইসরাত জাহান মারিয়ার করার একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
মামলায় অভিযোগ করা হয়, শাহাজাহান ভূঁইয়া আগে নোরা ফাতেহিকে আমন্ত্রণ জানিয়ে ব্যর্থ হন। এরপর তিনি লাল নোটিশ পাঠান এবং বিভিন্ন ছলচাতুরী ও প্রতারণার আশ্রয় নিয়ে নিজেকে অনুষ্ঠানের আয়োজক পরিচয়ে টিকিট বিক্রি করেন। অনুষ্ঠানটি বানচাল করার জন্য এবং বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করেছিল সে।
আরও পড়ুন:
নারীর প্রতি বৈষম্য দূর করতে নারীবিষয়ক সংস্কার কমিশনের যেসব সুপারিশ এখনই বাস্তবায়নযোগ্য, সেসব দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগকে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
৩৩ মিনিট আগেনিজের অধীনে থাকা তিনটি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের অফিস সময়ে সভায় অংশ নেওয়ার জন্য সম্মানী না নেওয়ার নির্দেশনা দিয়েছেন উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
১ ঘণ্টা আগেসমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্র (গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়া) হিসেবে মুহাম্মদ আবু আবিদের নিয়োগ বাতিল করেছে সরকার। সামাজিক যোগাযোগমাধ্যমে সার্বিক কার্যক্রম তুলে ধরার জন্য ১৫ এপ্রিল তাঁকে খণ্ডকালীন নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
১ ঘণ্টা আগেবাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন জমা পড়েছে। আজ শনিবার বিকেলে বিকেল সাড়ে ৪টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় শিরীন পারভীন হকের নেতৃত্বে কমিশনের প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার হাতে প্রতিবেদনটি তুলে দেয়। প্রধান উপদেষ্টার প্রেস
২ ঘণ্টা আগে