সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বার্তা দিয়ে নোরা ফাতেহি জানিয়ে দিলেন, ঢাকায় আসছেন তিনি। আগামী ১৮ নভেম্বর একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিতেই নোরার এই ঢাকা সফর। এ অনুষ্ঠানে তিনি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন। শুধু কি তাই! নোরা আসবেন, আর নাচ হবে না—তা কী হয়! অনুষ্ঠানে পারফর্মও করবেন তিনি।
জানা গেছে, নোরা ফাহেতিকে ঢাকায় আনার উদ্যোগ নিয়েছে উইমেনস লিডারশিপ কর্পোরেশন। তারা আয়োজন করেছে গ্লোবাল অ্যাচিভারস অ্যাওয়ার্ড। দেশের সেরা নারী উদ্যোক্তাদের পুরস্কৃত করতেই এ আয়োজন। ১৮ নভেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বসবে এ পুরস্কারের আসর। অনুষ্ঠানে নারী উদ্যোক্তাদের হাতে পুরস্কার তুলে দেবেন নোরা।
নোরাকে ঢাকার আনার সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করেছে উইমেনস লিডারশিপ কর্পোরেশন। অনুষ্ঠানটির সঙ্গে আছে ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ব্ল্যাক লিফ। তারা জানিয়েছে, দেড় হাজারের বেশি মানুষ এ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নেবেন।
কানাডায় জন্ম নেওয়া নোরা বলিউডে ক্যারিয়ার শুরু করেন ২০১৪ সালে, ‘রোর: টাইগারস অব সুন্দরবন’ সিনেমা দিয়ে। তবে অভিনয়ের চেয়ে আইটেম গানে তাঁর পারফরমেন্সে বেশি মজেছে দর্শক। ‘টেম্পার’, ‘বাহুবলী: দ্য বিগিনিং’, ‘কিক ২’, ‘ডাবল ব্যারেল’সহ বেশ কিছু দক্ষিণী সিনেমায় তাঁর নাচ তুমুল জনপ্রিয়তা পেয়েছে। বলিউডের অনেক সিনেমায় নোরার স্বল্প সময়ের উপস্থিতিতেই মুগ্ধ সবাই।
এবার কাতার বিশ্বকাপের থিম সংয়েও আছে নোরার উপস্থিতি। সদ্য প্রকাশিত ফিফা বিশ্বকাপ ২০২২-এর থিম সং ‘লাইট দ্য স্কাই’-এ কণ্ঠও দিয়েছেন নোরা। ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানেও শাকিরা এবং জেনিফার লোপেজের সঙ্গে একই স্টেজে পারফর্ম করার কথা রয়েছে নোরার।
সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বার্তা দিয়ে নোরা ফাতেহি জানিয়ে দিলেন, ঢাকায় আসছেন তিনি। আগামী ১৮ নভেম্বর একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিতেই নোরার এই ঢাকা সফর। এ অনুষ্ঠানে তিনি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন। শুধু কি তাই! নোরা আসবেন, আর নাচ হবে না—তা কী হয়! অনুষ্ঠানে পারফর্মও করবেন তিনি।
জানা গেছে, নোরা ফাহেতিকে ঢাকায় আনার উদ্যোগ নিয়েছে উইমেনস লিডারশিপ কর্পোরেশন। তারা আয়োজন করেছে গ্লোবাল অ্যাচিভারস অ্যাওয়ার্ড। দেশের সেরা নারী উদ্যোক্তাদের পুরস্কৃত করতেই এ আয়োজন। ১৮ নভেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বসবে এ পুরস্কারের আসর। অনুষ্ঠানে নারী উদ্যোক্তাদের হাতে পুরস্কার তুলে দেবেন নোরা।
নোরাকে ঢাকার আনার সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করেছে উইমেনস লিডারশিপ কর্পোরেশন। অনুষ্ঠানটির সঙ্গে আছে ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ব্ল্যাক লিফ। তারা জানিয়েছে, দেড় হাজারের বেশি মানুষ এ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নেবেন।
কানাডায় জন্ম নেওয়া নোরা বলিউডে ক্যারিয়ার শুরু করেন ২০১৪ সালে, ‘রোর: টাইগারস অব সুন্দরবন’ সিনেমা দিয়ে। তবে অভিনয়ের চেয়ে আইটেম গানে তাঁর পারফরমেন্সে বেশি মজেছে দর্শক। ‘টেম্পার’, ‘বাহুবলী: দ্য বিগিনিং’, ‘কিক ২’, ‘ডাবল ব্যারেল’সহ বেশ কিছু দক্ষিণী সিনেমায় তাঁর নাচ তুমুল জনপ্রিয়তা পেয়েছে। বলিউডের অনেক সিনেমায় নোরার স্বল্প সময়ের উপস্থিতিতেই মুগ্ধ সবাই।
এবার কাতার বিশ্বকাপের থিম সংয়েও আছে নোরার উপস্থিতি। সদ্য প্রকাশিত ফিফা বিশ্বকাপ ২০২২-এর থিম সং ‘লাইট দ্য স্কাই’-এ কণ্ঠও দিয়েছেন নোরা। ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানেও শাকিরা এবং জেনিফার লোপেজের সঙ্গে একই স্টেজে পারফর্ম করার কথা রয়েছে নোরার।
১৯৯৯ সালে যাত্রা শুরু নেমেসিস ব্যান্ডের। প্রতিষ্ঠার ছয় বছর পর ২০০৫ সালে প্রকাশ পেয়েছিল ব্যান্ডের প্রথম স্টুডিও অ্যালবাম ‘অন্বেষণ’। এরপর ২০১১ ও ২০১৭ সালে আসে ‘তৃতীয় যাত্রা’ ও ‘গণজোয়ার’ নামের আরও দুটি স্টুডিও অ্যালবাম। প্রতিটি অ্যালবামে ছিল ৬ বছরের গ্যাপ। তবে চতুর্থ অ্যালবাম প্রকাশ করতে আরও বেশি সময়
৯ ঘণ্টা আগেবিজ্ঞাপনের মডেল হওয়ার পর গত বছর মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘সন্ধিক্ষণ’ নাটক দিয়ে অভিনয়ে নাম লিখিয়েছেন মালাইকা চৌধুরী। সম্পর্কে তিনি মেহজাবীন চৌধুরীর ছোট বোন। নিজ অভিজ্ঞতার আলোকে পরামর্শ দিয়ে বোন মালাইকাকে সার্বক্ষণিক সহযোগিতা করছেন মেহজাবীন। অভিনয়ের প্রথম প্রশিক্ষণও বড় বোনের কাছেই পেয়েছেন মালাইকা।
৯ ঘণ্টা আগে৫ মে শুরু হয়েছে তারকাদের ক্রিকেট টুর্নামেন্ট ‘সেলিব্রিটি চ্যাম্পিয়নস ট্রফি’ বা সিসিটি। প্রথম রাউন্ড শেষে ফাইনালে উঠেছে গিগাবাইট টাইটানস ও স্বপ্নধরা স্পারটান্স। দল দুটির মেন্টর হিসেবে আছেন নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম ও মুহাম্মদ মোস্তফা কামাল রাজ।
১০ ঘণ্টা আগেসিনেমার কোনো সীমান্ত নেই, সিনেমা মানে না কাঁটাতারের বিধিনিষেধ—প্রতিবছর কান চলচ্চিত্র উৎসবে সেটা আরও স্পষ্ট হয়ে ধরা দেয়। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পরিচালক, প্রযোজক, সেলস এজেন্ট ও সাংবাদিকেরা হাজির হন ‘বড় পর্দার অলিম্পিক’খ্যাত এ উৎসবে। নির্মাতারা আসেন তাঁদের সিনেমা দেখাতে। সেসব বিক্রির প্রক্রিয়া
১০ ঘণ্টা আগে