উত্তরাঞ্চলের বন্যা: ভাঙনে নদীগর্ভে চিকিৎসাকেন্দ্র, ধীরে নামছে পানি
নদ-নদীর পানি ধীরে ধীরে কমতে শুরু করায় রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী ও গাইবান্ধার নিম্নাঞ্চলে গতকাল সোমবার বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে এখনো অনেক এলাকায় পানিবন্দী বহু মানুষ। তা ছাড়া সিরাজগঞ্জে যমুনার পানি বাড়ার খবর পাওয়া গেছে।