Ajker Patrika

সৈয়দপুরে প্রধান শিক্ষকের পদত্যাগ দাবিতে মহাসড়ক অবরোধ

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
সৈয়দপুরে প্রধান শিক্ষকের পদত্যাগ দাবিতে মহাসড়ক অবরোধ

নীলফমারীর সৈয়দপুরে কামারপুকুর উচ্চবিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদত্যাগ দাবিতে রংপুর-দিনাজপুর মহাসড়ক তিন ঘণ্টা অবরোধ করা হয়েছে। আজ সোমবার দুপুর ১২টার দিকে অভিভাবক ও শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেন। এ সময় সড়কের দুপাশে শত শত যানবাহন আটকা পড়ে।

এতে ৫ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। দুর্ভোগে পড়েন যাত্রীরা।

পরিস্থিতি স্বাভাবিক করতে ঘটনাস্থলে যান সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পুলিশ। বেলা ৩টার দিকে সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলামের আশ্বাসে আন্দোলনকারীরা সড়ক ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

অবরোধকারী শিক্ষার্থীরা বলেন, প্রধান শিক্ষক জয়নাল আবেদীনকে নারী কেলেঙ্কারীর কারণে তাঁকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছিল। কিন্তু গত মাসের ৭ তারিখ আবারও যোগদান করার পর থেকে বেপরোয়া হয়ে উঠেছেন। আমাদের কাছ থেকে অতিরিক্ত টিউশিন ফি আদায় করছেন।

তারা আরও বলেন, প্রধান শিক্ষক শিক্ষার বিষয়ে ঠিকমতো তদারকি করেন না। এত বড় বিদ্যালয়ে পর্যাপ্ত ওয়াশরুম নেই। প্রতিবাদ করতে গেলে উল্টো হুমকি-ধমকি দেন তিনি।

syedpur-2প্রধান শিক্ষক জয়নাল আবেদীন অভিযোগ অস্বীকার করে বলেন, ‘এর আগেও আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে নারী কেলেঙ্কারির অভিযোগ এনে আমাকে সামায়িকভাবে বহিস্কার করা হয়েছিল। আমি নির্দোষ প্রমাণিত হয়েই আবারও যোগদান করি। কিন্তু ষড়যন্ত্রকারীরা থেমে নেই। তারা আবারও ষড়যন্ত্র শুরু করেছে। তারাই ইন্ধন দিয়ে শিক্ষার্থীদের এভাবে সড়কে নামিয়েছে। আমার ব্যাপারে কোনো অভিযোগ থাকলে তা তদন্ত করে দেখুক।’

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুর-ই-আলম সিদ্দিকী বলেন, ‘শুনেছি এ ব্যাপারে শিক্ষার্থীরা আমার দপ্তরে একটি লিখিত অভিযোগ দিয়েছে। আমি এখনও সেটি হাতে পাইনি। কেননা অতিরিক্ত দায়িত্ব হিসেবে সৈয়দপুর পৌর কার্যালয়ে আছি। লিখিত অভিযোগ হাতে পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত