‘যদি চাও বাঁচতে, গাড়ি চালাও আসতে’
নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আজ শনিবার রাজধানীর উত্তরায় র্যালির আয়োজন করা হয়। র্যালির আগে অনুষ্ঠিত হয় সমাবেশ। সমাবেশ থেকে ‘একটি দুর্ঘটনা, সারা জীবনের কান্না’, ‘যদি চাও বাঁচতে, গাড়ি চালাও আসতে’, ‘সাবধানে চালাব গাড়ি, নিরাপদে যাব বাড়ি’সহ নানান সচেতনতামূলক দিক নির্দেশনা দেওয়া হয়